মৃত্যু গ্যাংস্টারের , আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে গ্যাংস্টার সঞ্জীব জিভাকে গুলি,

মৃত্যু গ্যাংস্টারের , আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে গ্যাংস্টার সঞ্জীব জিভাকে গুলি,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মৃত্যু গ্যাংস্টারের , আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে গ্যাংস্টার সঞ্জীব জিভাকে গুলি, আদালত চত্বরে ফের চলল গুলি। আদালত চত্বরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মৃত্যু হল এক গ্যাংস্টারেরে। বুধবার দুপুরে উত্তর প্রদেশে (Uttar Pradesh) লখনউ আদালত চত্বরে গ্যাংস্টার (Gangster) সঞ্জীব জিভাকে (Sanjeev Jeeva) গুলি করা হয়। আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে সঞ্জীবের। এই গুলি চালনার ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গ্যাংস্টার সঞ্জীব গ্যাংস্টার থেকে রাজনীতিক হওয়া মুখতার আনসারির ঘনিষ্ঠ সঙ্গী হিসাবে পরিচিত। মুখতার বিজেপি নেতা ব্রহ্মদত্ত দ্বিবেদীর হত্যায় মূল অভিযুক্ত। একাধিক অপরাধের মামলায় জেলে ছিলেন সঞ্জীব। সেই সব মামলার শুনানির জন্য লখনউ আদালতে আনা হয়েছিল সঞ্জীব জিভাকে। তাঁর হত্যাকারী আইনজীবীর পোশাকে আদালতে এসেছিলেন বুধবার। আদালত কক্ষের মধ্যেই সঞ্জীবের উপর গুলি চালায় সে। তার পর আদালত থেকে পালাতেও সক্ষম হয়।

 

 

 

 

 

 

এক চিকিৎসকের কম্পাউন্ডার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জীব। এক কিছু দিনের মধ্যেই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে যান তিনি। মুখতার আনসারির ঘনিষ্ঠ সঙ্গী ছিল সে। সঞ্জীব মুন্না বজরাঙ্গিরও ঘনিষ্ঠ বলে জানা যায়। বাঘপত জেলবে থাকার সময় ২০১৮ সালে খুন হন মুন্না। এবার খুন হলেন সঞ্জীব।

 

 

 

 

আরও পড়ুন –   ‘জামিনটা দিয়ে দিন স্যর’, তিহাড় থেকে কাতর আর্জি কেষ্টর ,

 

 

 

 

উত্তর প্রদেশের আদালত কক্ষে আততায়ীর গুলিতে মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টারের। আততায়ী আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সঞ্জীবের বিরুদ্ধে থাকা একাধিক মামলার শুনানির জন্য বুধবার সঞ্জীব জিভাকে আনা হয়ে আদালতে। সেখানেই তার উপর গুলি চালানো হয়। সেই গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টারের। আদালত কক্ষে থাকা এক পুলিশকর্মীও আহত হয়েছেন। আহত ওই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য লখনউ সিভিল হাসাপাতলে নিয়ে যাওয়া হয়েছে।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top