রায়গঞ্জের রাজপথে ভুতের আতঙ্ক

রায়গঞ্জের রাজপথে ভুতের আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩১ অক্টোবর ২০২০ উত্তর দিনাজপুর:ঘড়িতে তখন রাত ১২ টা কি ১ টা। শুনশান রায়গঞ্জ শহরের রাজপথ। আচমকাই আলো ঝলমলে শুনশান রাজপথে একদল  ভূতেদের দাপাদাপি  আবার সেই ভূতের দলই রাস্তায় দাঁড়িয়ে গানবাজনা ও নাচও করছেন। কিছু মানুষ তখনও যাঁরা বাড়িতে ঢোকেন নি আচমকা রাস্তায় ভূত দেখে কিছুটা আতঙ্কিত ও ভীত হয়ে পড়লেন।

ভুল ভাঙল কিছুক্ষন পর,  যখন সেই ভূতের দলই তাদের হাতে তুলে দিলেন চকোলেট সহ নানান উপহার। আসলে পশ্চিমী দেশের কালচার মেনে রায়গঞ্জ শহরের একদল যুবক যুবতী পালন করল “হ্যালোইন ডে “।  জানালেন সাধারন মানুষকে আনন্দ দানের জন্য ও কিছুটা মজা করতেই এই হ্যালোইন ডে পালন। করোনা আবহে এবার রাস্তায় তেমন মানুষ না পাওয়া যাওয়ায় কিছুটা হলেও ফিকে হয়েছে এবারে তাদের হ্যালোইন ডে উৎসব। ভূত মানে ভয়ের কিছু নয়। সব প্রেতাত্মাই খারাপ নয়। মানুষের মৃত্যুর পর তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা ও আনন্দ দান করতে পশ্চিমী দেশগুলিতে ৩০ শে অক্টোবর রাত বারোটা বাজতেই শুরু হয় ” হ্যালোইন ডে ” উৎসব পালন। বিগত পাঁচ বছর ধরে রায়গঞ্জ শহরের একদল যুবক যুবতী মুখে নানা রঙ মেখে ভূতের সাজ সেজে রাজপথে বেড়িয়ে মানুষের মনে আনন্দ দিয়ে হ্যালোইন ডে উৎসব পালন করে৷  শুক্রবার রাত বারোটা বাজার পরই রায়গঞ্জ শহরের রাজপথে নেমে পড়ে তথাকথিত  ভূতের দল। সেইসময় রাস্তায় থাকা মানুষের মনে আনন্দ দান করে পালন করে হ্যালোইন ডে।

আরও পড়ুন…করোনা আবহেও লক্ষ্মী পুজোয় নেই খামতি

চলে গান বাজনা ও নাচও। পথচারীদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট সহ নানান উপহার। তবে এবছর করোনা আবহ থাকায় এই ভূতের দল রাস্তায় সেভাবে দেখা পায়নি পথচারীদের।  ফলে অন্যান্যবারের তুলনায় কিছুটা হলে ফিকে হয়েছে তাদের হ্যালোইন ডে উৎসব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top