Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
e-SIM স্থানান্তর করার কাজটিও বড় জটিল।

সিম কার্ড স্থানান্তর করতে নয়া নিয়ম , Google নিয়ে আসছে বিশেষ ফিচার, জেনে নিন

সিম কার্ড স্থানান্তর করতে নয়া নিয়ম , Google নিয়ে আসছে বিশেষ ফিচার, জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সিম কার্ড স্থানান্তর করতে নয়া নিয়ম , Google নিয়ে আসছে বিশেষ ফিচার, জেনে নিন , এখন QR কোড স্ক্যান করেই আপনি কয়েক সেকেন্ডে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। তবে শুধু টাকা টাকা পাঠানোই নয়। কিন্তু আপনার সিম কার্ডও যদি এভাবে QR কোড স্ক্যান করে এক ফোন থেকে অন্য ফোনে স্থানান্তর করা যায়, কেমন হয় বলুন তো তাহলে? আপনার কাছে e-SIM থাকলে ঠিক এই সুবিধাই পেতে চলেছেন এবার। দেশে এখনও পর্যন্ত সে ভাবে e-SIM এর ব্যবহার শুরু হয়নি। বেশির ভাগ ব্যবহারকারীর ফোনেই রয়েছে ফিজ়িক্যাল সিম। কিন্তু এই ধরনের সিম থাকার ফলে মূল সমস্যা হল, ফোন বদলানোর সময় নতুন ফোনে পুরনো সিম ঢোকাতে পারলেও মেসেজ বা কন্ট্যাক্ট স্থানান্তর করা যায় না, যদি না সিমে সমস্ত কনট্যাক্ট সেভ থাকে। কিন্তু e-SIM থাকলে, সেটি সমেত আপনি মেসেজ, কনট্যাক্ট ইত্যাদির সবকিছুই স্থানান্তর করতে পারবেন।

 

 

 

 

 

 

 

এ প্রসঙ্গে জেনে রাখা ভাল, এখনও পর্যন্ত সমস্ত ফোনে e-SIM পরিষেবা চালু করা হয়নি। যদিও সব আইফোনে এই সুবিধা রয়েছে, গুটিকয়েক অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও দেওয়া হয়েছে ই-সিমের পরিষেবা। ফিজ়িক্যাল সিমের থেকে অনেকাংশে বেশি সুরক্ষিত হল একটি ই-সিম। আপনার ফোনে e-SIM থাকলে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিন্তু ই-সিমের ইকোসিস্টেমের অনেক সমস্যা রয়েছে, কিছু জটিলতাও রয়েছে। এখন সেই জটিলতা এবং সমস্যাগুলিরই সমাধান করতে এগিয়ে আসছে Google। মজাদার বিষয়টি হল, QR কোডের সাহায্যে এক ফোন থেকে অন্য ফোনে ই-সিম ট্রান্সফার করার মতো ফিচার চালু করতে পারে গুগল, তাহলে আগামী দিনে ফিজ়িক্যাল সিম কার্ডের ব্যবহার অনেকটাই কমতে পারে।

 

 

 

 

 

যদিও, এই e-SIM স্থানান্তর করার ফিচারটি গুগল কবে নাগাদ চালু করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। তবে, একটা বিষয় অস্বীকার করার কোনও উপায় নেই যে, QR কোড স্ক্যান করে ই-সিম স্থানান্তর করার এহেন ফিচারটি সিস্টেম ডেভেলপারদের জন্যও অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। তার থেকেও বড় কথা হল, সাধারণ মানুষ নিজেদের সিম কার্ড অনেকটা নিরাপদে রাখতে সক্ষম হবেন। তাতে সিম কার্ড প্রতারণা থেকে শুরু করে আর্থিক প্রতারণার হারও কমবে। iOS ব্যবহারকারীরা কিন্তু অনলাইনে eSIM স্থানান্তর করতে পারেন। কিন্তু এর প্রক্রিয়া অনেক দীর্ঘ, জটিলও বটে। তবে টেলিকম সংস্থাগুলি ই-সিম স্থানান্তরের কোনও অপশন তার গ্রাহকদের দেয় না।

 

 

 

 

 

আরও পড়ুন – আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

 

 

 

 

তবে e-SIM স্থানান্তর করার কাজটিও বড় জটিল। তার জন্য আপনাকে যেতে হয় টেলিকম কোম্পানির অফিসে। যদিও Google এই ব্যবস্থাটি সহজ থেকে সহজতর করতে চলেছে। সেই পরিষেবাটি আপাতত Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যই নিয়ে আসছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি নতুন সিস্টেম নিয়ে আসছে গুগল, যা এক্কেবারে UPI এর মতো কাজ করবে। সেই ফিচারের সাহায্যে আপনি খুব সহজেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে e-SIM স্থানান্তর করতে পারবেন। জানা গিয়েছে, এই ফিচারটি Android 14-তে দিতে চলেছে গুগল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top