আপনার Gmail অ্যাকাউন্টটা কি অনেক দিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে? শিগগিরই তা বন্ধ করবে Google, 2 বছর ধরে ব্যবহার করেননি Gmail অ্যাকাউন্ট? এবার কিন্তু সেই অব্যবহৃত জিমেল অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেবে Google। মাস দুয়েক আগেই সার্চ ইঞ্জিন জায়ান্ট তার ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়ে বলেছিল, দুই বছর বা তারও বেশি সময় ধরে Gmail অ্যাকাউন্ট অকেজো হয়ে পড়ে থাকলে তা বাতিল করা হতে পারে। গ্যাজেটস নাও-এর রিপোর্ট অনুযায়ী, গ্রাহকদের এবার রিমাইন্ডারও দেওয়া শুরু করে Google। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “বৃহস্পতিবার, 10 অগস্ট থেকেই অনেকের Gmail অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে, যাঁরা বছর দুয়েকেরও বেশি সময় ধরে তা ব্যবহার করেননি।”
কিন্তু, কেন এমন একটা কঠোর সিদ্ধান্ত নিচ্ছে গুগল? মূলত, নিরাপত্তাজনিত কারণেই গুগলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। Google জানিয়েছে, পরিত্যক্ত অ্যাকাউন্টগুলির নিরাপত্তা সমস্যার সম্মুখীন হওয়ার প্রবণতা সবথেকে বেশি। প্রতারকরা যদি একজন জিমেল ব্যবহারকারীর গৌণ অ্যাকাউন্টের হদিশ পেয়ে যান, তাহলে তাদের মূল গুগল অ্যাকাউন্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সমূহের জন্য ঝুঁকির সৃষ্টি করবে।
গুগলের এহেন সিদ্ধান্তে সবথেকে বেশি পরিমাণে প্রভাবিত হবেন, যাঁরা একটা Gmail অ্যাকাউন্ট খুলেছেন স্রেফ নির্দিষ্ট একটা ইউজ়ারনেম রিজ়ার্ভ করে রাখার জন্য। Google বলছে, “যদি আপনার Google অ্যাকাউন্ট মুছে ফেলার পরে আপনি মন পরিবর্তন করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারেন।” অ্যাক্টিভিটি স্টেটাস চেক করতে ব্যবহারকারীদের শুধুই ওই অ্যাকাউন্টে লগ ইন করলেই চলবে। পাশাপাশি এর দ্বারা অ্যাকাউন্টটি টেকনিক্যালিও অ্যাক্টিভ থাকবে।
এ বিষয়ে একাধিক তথ্য দিয়ে গুগল তার সাপোর্ট পেজ আপডেট করেছে। সেখানে বলা হয়েছে, “আপনার অ্যাকাউন্ট যখন দুই বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি, তাহলে তা এবার চিরতরে মুছে ফেলার সময় এসে গিয়েছে।” এর আগে Google জানিয়েছিল, 1 ডিসেম্বর থেকে দীর্ঘ দিন ধরে অব্যবহৃত ইমেলগুলি ডিলিট করা হবে।
এখন প্রশ্ন হচ্ছে, কখন Google মনে করবে, কোন অ্যাকাউন্ট চালু আছে, আর কোনটা অব্যবহৃত। এ বিষয়ে সার্চ ইঞ্জিন জায়ান্ট বলছে, একটা অ্যাকাউন্ট তাদের কাছে তখনই সক্রিয়, যখন তা থেকে ইমেল পাঠানো হচ্ছে, পড়া হচ্ছে, ইউটিউব ভিডিয়ো দেখা হচ্ছে, ফটো শেয়ার করা হচ্ছে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা হচ্ছে এবং সর্বোপরি গুগল সার্চ করা হচ্ছে। তাছাড়াও, একজন ব্যবহারকারী থার্ড পার্টি অ্যাপ বা পরিষেবাগুলিতে সাইন ইন করার জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে, Google সেই অ্যাকাউন্টটিকে সক্রিয় বলে মনে করে।
আরও পড়ুন – বিমানবন্দরের কাছে ট্রাক বোঝাই বস্তা বস্তা ফেনসিডিল! গ্রেফতার ৩,
আরও একটা দিক থেকে Google কোনও অ্যাকাউন্টকে সক্রিয় বলে মনে করে। যদি সেই অ্যাকাউন্টে কোনও বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান থাকে এবং তা যদি অটো-রিনিউয়াল হয়। অর্থাৎ স্বয়ংক্রিয় ভাবেই সেই অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য টাকা কেটে নেওয়া হয়। সেই অ্যাকাউন্ট যদি ব্যহৃত না-ও হয়, তাহলেও তা চালু থাকবে, কোনও ভাবেই সেটিকে ডিলিট করার তালিকাভুক্ত করবে না Google।