দিল্লির উদ্দেশ্যে হাওড়া থেকে রাজধানী ধরলেন ডিএ আন্দোলনকারীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন ক্রমেই জোরাল হচ্ছে। কলকাতা থেকে এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাবে বলে আগেই জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ঘোষণা মোতাবেক শনিবার দিল্লি (Delhi) রওনা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সব ঠিক থাকলে আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসবেন তাঁরা। যন্তর-মন্তরে ধরনায় বসার পাশাপাশি রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী সহ কেন্দ্রের অন্যান্য মন্ত্রীদের কাছেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা। সবমিলিয়ে, ডিএ আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে চলেছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে যন্তর-মন্তরে ধরনায় বসার কর্মসূচির কথা আগেই স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। যার প্রেক্ষিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। যার মধ্যে একটি হল, ৫০০ জনের বেশি আন্দোলনকারী ওই ধরনায় অংশ নিতে পারবেন না। এছাড়া বাকি শর্তেও সংগ্রামী যৌথ মঞ্চ মেনে নেওয়ার পর এই কর্মসূচির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সঙ্কেত আসে। তারপরই এদিন দিল্লি রওনা দিলেন আন্দোলনকারীদের একাংশ।
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে মামলা হয়েছে আগেই। হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ১১ এপ্রিল আবার সেই মামলারও শুনানি রয়েছে শীর্ষ আদালতে। ফলে ধরনায় বসলেও আদালতের রায়ের দিকেও নজর থাকবে আন্দোলনকারীদের। যদিও রাজ্যের শাসকদলের বক্তব্য, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন – ‘ফেসবুক-টুইটারে না ঘুরে অফিসে আসুন’ ,উদয়ন গুহকে আক্রমণ মীনাক্ষীর
জানা গিয়েছে, এদিন হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তথা সরকারি কর্মচারীদের ১০০ জনের একটি দল দিল্লির উদ্দেশে রওনা দেয়। এই দলের নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিশ্বজিৎ মিত্র। রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধরনায় বসেছি। রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি, তিন দফা দাবির সমর্থনে। এই তিন দাবি হল, রাজ্যের সরকার কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। কিন্তু, সরকার সেই দাবিগুলিতে কর্ণপাত করেনি। তাই আমরা দিল্লিতে ধরনায় বসে প্রতিবাদ করব।” দিল্লির যন্তর মন্তরে তাঁরা ধরনায় বসবেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ মিত্র। তবে কেবল ১০০ জন নন, গোটা রাজ্য থেকে প্রায় ৬০০ জন বিভিন্ন ট্রেনে দিল্লি যাবেন এবং ডিএ-র দাবিতে ধরনা মঞ্চে যোগ দেবেন বলেও তাঁর দাবি।