নমোর প্রশংসায় রাজ্যপাল বোস , কি বললেন বোস? কোন দেশের কত সামরিক শক্তি, কোন দেশের কত টাকা-পয়সা রয়েছে, তার উপর ওই দেশের সম্মান নির্ভর করে না। কোনও দেশের সম্মান নির্ভর করে তার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যের উপর। এমনই মনে করেন বাংলার সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর কথায়, সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তি হল কোনও দেশের ‘হার্ড পাওয়ার’। আর শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য হল দেশের ‘সফ্ট পাওয়ার’। বললেন, আজকের দিনে ভারত হল বিশ্বের অন্যতম শক্তিশালী ‘সফ্ট পাওয়ারের’ দেশ। একইসঙ্গে দেশের এই শিল্প ও কৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগের প্রশংসাও করেন তিনি। রাজ্যপাল বললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারত নিজেদের এই সফ্ট পাওয়ার গোটা বিশ্বের কাছে তুলে ধরতে বদ্ধ পরিকর।’
এই সফ্ট পাওয়ার ও হার্ড পাওয়ারের ফারাক বোঝানোর সময়েই রাজ্যপাল বলেন, ভারত আজকের দিনে বিশ্বের অন্যতম উৎকর্ষ সফ্ট পাওয়ারের দেশ। আর এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উদ্যোগ, সেই কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন তিনি।
আরও পড়ুন – দলবল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু কিন্তু কেন ?
নিজের কথা বলতে বলতে, গোটা বিশ্বে যে চিরকাল এই সফ্ট পাওয়ার বন্দিত হয়ে এসেছে, সেই কথাও তুলে ধরেন রাজ্যপাল। কথা প্রসঙ্গে, বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের কথাও বলেন তিনি। শুধু প্রাচীন ভারতেই নয়, গোটা বিশ্বেই শিল্প ও সাহিত্য যে মানব সভ্যতাকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে সেই কথাও তুলে ধরেন রাজ্যপাল। কবি কালীদাস থেকে শুরু করে শেক্সপিয়র, মাইকেল অ্যাঞ্জেলা… সবার কথাই ঘুরে ফিরে আসে তাঁর ভাষণে। তাঁর কথায়, একমাত্র সাহিত্য, শিল্প ও সংস্কৃতিই পারে কোনও দেশের সম্মানকে চিরস্থায়ী ভাবে তুলে ধরতে। কারণ, সামরিক শক্তির সম্মান চিরস্থায়ী নয়। অন্য কোনও দেশের সামরিক শক্তি বেশি হয়ে গেলে, সেই দেশের প্রভাব প্রতিপত্তি বেড়ে যেতে পারে। কিন্তু ‘সফ্ট পাওয়ার’ এমন এক শক্তি যা কোনও দেশের উৎকর্ষতাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরে।