মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে, রিষড়াকাণ্ডে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Cv Anand Bose)। রিষড়াকাণ্ড নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ সফর মাঝপথে ছেড়েই কলকাতায় ফিরে এসেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে রিষড়ার অশান্তি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল (Cv Anand Bose)। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ সফর মাঝপথেই ছেড়ে কলকাতায় ফিরে এসেছেন তিনি। তার পরেই রিষড়ার অশান্তি নিয়ে মুখ খুলেছেন।
বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের (Cv Anand Bose)। সোমবার রাতে রিষড়ায় অশান্তির খবর পেয়ে মঙ্গলবার সকালেই তিনি সেই সফরসূচিতে কাটছাঁট করেছেন। সকাল ১০টার পর কলকাতায় নামেন রাজ্যপাল। প্রায় দেড়ঘণ্টা তিনি বিমানবন্দরেই ছিলেন। সেখানে সাংবাদিক বৈঠক করার পর তাঁর কনভয় রিষড়ার দিকে গিয়েছে। যদিও রাজ্যপাল যে রিষড়ায় যাবেন, আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি।
সাংবাদিকদের সামনে রাজ্যপাল (Cv Anand Bose)জানিয়েছেন, রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। রাজ্যপালের কথায়, ‘‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।’’
আরও পড়ুন – রাতে তীব্র যাত্রী দুর্ভোগ ,রিষড়ায় ট্রেনের সামনে ব্যাপক বোমাবাজি!
ঐক্যবদ্ধ ভাবেই এই অশান্তির মোকাবিলা করার ডাক দিয়েছেন রাজ্যপাল। বিমানবন্দর থেকে তিনি বলেন, ‘‘আমরা সকলেই জানি, গত কয়েক দিন ধরে এখানে কী চলছে। এই কালো শক্তিকে আমরা কখনওই সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করতে দেব না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব। সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। বাংলার মানুষকে আর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। যে কোনও মূল্যেই শান্তি নিশ্চিত করা হবে। আমরা তাঁদের সঙ্গে আছি।’’
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )