রাজ্যের অডিট রিপোর্ট জমা পড়ল রাজভবনে, টুইট করে জানালেন রাজ্যপাল আনন্দ,

রাজ্যের অডিট রিপোর্ট জমা পড়ল রাজভবনে, টুইট করে জানালেন রাজ্যপাল আনন্দ, রিপোর্ট হাতে পাওয়ার কথা জানালেন, রাজ্যের অডিট রিপোর্ট জমা পড়ল রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে সে কথা টুইট করে জানিয়েছেন। তাঁর টুইট অনুযায়ী, দু’দিন আগেই রাজ্যের হিসাবনিকাশের খাতা বা অডিট রিপোর্ট রাজভবনে জমা দিয়েছেন প্রধান হিসাবরক্ষক সতীশ কুমার গর্গ। রাজ্যের ২০২২ অর্থবর্ষের অর্থনৈতিক অডিট রিপোর্ট রাজভবনে জমা দেওয়া হয়েছে গত ৮ মে। প্রধান হিসাবরক্ষক রাজ্যপালের কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন। রাজ্যের ‘হিসাবের খাতা’ জমা পড়ল রাজভবনে, টুইট করে জানালেন রাজ্যপাল আনন্দ l

 

 

 

 

 

একই রিপোর্ট জমা পড়েছে নবান্নে, রাজ্য সরকারের অর্থ দফতরেও।

সাম্প্রতিক আবহে রাজ্যপালের এই টুইটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক বরাবরই অম্লমধুর। কখনও রাজভবনে রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কখনও আবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেই রাজ্যপালের সঙ্গেই চলে বিবৃতি, পাল্টা বিবৃতি।

 

 

 

আরও পড়ুন –  জলীয় বাষ্প শুষে নিচ্ছে নিম্নচাপ,মোকা তৈরির আগে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি, বৃষ্টি…

 

 

আরও পড়ুন – চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর,CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের

 

 

 

 

রাজ্যপাল আনন্দ টুইট করে জানিয়েছেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের রিপোর্ট, রাজ্যের ২০২২ সালের আর্থিক অডিট রিপোর্ট রাজভবনে জমা দেওয়া হয়েছে গত ৮ মে। প্রধান হিসাবরক্ষক রাজ্যপালের কাছে রিপোর্টগুলি জমা দিয়েছেন।

 

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )