Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
রাজ্যের পাঠানো নামেও মিলছে না রাজভবনের সমর্থন।

রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য এবার তৃতীয় নাম চাইল রাজভবন

রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য এবার তৃতীয় নাম চাইল রাজভবন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য এবার তৃতীয় নাম চাইল রাজভবন। সূত্রের খবর, প্রথমেই রাজ্যের তরফে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার (Rajib Sinha) নাম দেওয়া হয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V anand Bose) । এরপর রাজভবনের তরফে দ্বিতীয় নাম চেয়ে পাঠানো হয়। রাজ্য এ আর বর্ধনের নাম পাঠিয়েছিল। এবার তৃতীয় নাম চাওয়া হল। আপাতত ফাঁকাই রয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের পদ। জট কবে কাটবে, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। রাজ্যপাল (C V anand Bose) সোমবার সকালে দিল্লি (Delhi) গিয়েছেন। রাতে তাঁর ফেরার কথা। ফের মঙ্গলবার রাজ্যের বাইরে যাচ্ছেন তিনি। ফলে এই জট কবে কাটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

 

 

 

 

 

 

জানা গিয়েছে, রাজীব সিনহার (Rajib Sinha) নাম নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল (C V anand Bose)। সূত্রের খবর, রাজ্যের কাছে এই প্রশ্নের উত্তরও জানতে চেয়েছিলেন রাজ্যপাল। তারপরই আরও একটি নাম পাঠায় রাজ্য সরকার। তারপরও সম্মতি মেলেনি। কবে যে নামে সিলমোহর দেওয়া হবে, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে আরও কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের নাম ভাবা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজ্যের প্রস্তাবে সাড়া দিতে চাননি রাজ্যপাল (C V anand Bose)।

 

 

 

 

 

 

রাজ্যপাল (C V anand Bose) সোমবার সকালে দিল্লি (Delhi) গিয়েছেন। রাতে তাঁর ফেরার কথা। ফের মঙ্গলবার রাজ্যের বাইরে যাচ্ছেন তিনি। ফলে এই জট কবে কাটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

 

 

আরও পড়ুন –  কাঁটাতারের ও পার থেকে আসা কাদের ফিরিয়ে দিতে চায় বিজেপি? ব্যাখ্যা দিলেন…

 

 

আরও পড়ুন – কাঁটাতারের ও পার থেকে আসা কাদের ফিরিয়ে দিতে চায় বিজেপি? ব্যাখ্যা দিলেন…

 

 

 

রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়েছে রবিবার। তারপর থেকে ফাঁকাই রয়েছে সেই পদ। সোমবার রাত পর্যন্ত জট কাটেনি। রাজ্যের পাঠানো নামেও মিলছে না রাজভবনের সমর্থন।

 

(সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top