বিদেশ – প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর H-1B ভিসা নীতি মার্কিন সংস্থাগুলিকে কৌশলগত পরিবর্তন করতে বাধ্য করছে। ভিসা আবেদনের ফি বৃদ্ধি ও অন্যান্য কড়াকড়ির ফলে বহু উচ্চমূল্যের কাজ সরাসরি আমেরিকা থেকে ভারতে স্থানান্তরিত হচ্ছে। এই পরিবর্তনের কারণে ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (G C C)-এর দ্রুত বিকাশ ঘটছে।
অর্থনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে আর্থিক পরিষেবা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পণ্য উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ ভারতের ১,৭০০টিরও বেশি G C C-তে স্থানান্তরিত হবে। এর ফলে ভারতের বাজার আরও শক্তিশালী ও বৈশ্বিক কর্মসংস্থান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
