হাইতিতে (haitee) ভূমিকম্পে (earthquick) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,297 জন

হাইতিতে (haitee) ভূমিকম্পে (earthquick) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,297 জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
earthquick
হাইতিতে (haitee)  ভূমিকম্পে (earthquick)  নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,297 জন
ছবি সংগ্রহে সাইন টিভি

হাইতিতে (haitee) শক্তিশালী ভূমিকম্প (earthquick) -এ নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ হাজার ৭০০ জন। এ ছাড়া এখনও অনেকে নিখোঁজ রয়েছে।   উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজার চেষ্টা করছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। এমনটাই সূত্রের খবর।  ভূমিকম্প (earthquick) -এ বাড়িঘর, গির্জা, বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। বেশকিছু হাসপাতাল আহতদের চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় নেই এবং তাদের প্রয়োজনীয় উপকরণ ফুরিয়ে গেছে।

আরও পড়ুন- Khela মেলা আর লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়েছে, অভিযোগ Dilipঘোষের

ভূমিকম্প -এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে লাস কায়েস শহরের আশপাশ।  হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি শ্যান্ডলার গতকাল রোববার বলেছেন, লাস কায়েস যে দক্ষিণ বিভাগে, সেখানে প্রায় দেড় হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন হাজার বাড়িঘর।   জেরি শ্যান্ডলার বলেন, ‘নিপেসে (বিভাগ) ৮৯৯টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৭২৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গ্র্যান্ড’অ্যান্স বিভাগে ৪৬৯টি ঘর ধ্বংস হয়েছে এবং এক হাজার ৬৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আর ও পড়ুন  Kanyashree দিবসে পাঁচ হাজার টাকায় শিশু কন্যাকে বিক্রি করলো মা!

 

জেরি শ্যান্ডলার সতর্ক করে জানান, ট্রপিক্যাল ঝড় ‘গ্রেস’ হাইতির দিকে ধেয়ে আসছে। যার প্রভাবে সামনের দিনগুলোতে ‘পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে’।  স্থানীয় সময় গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।  ভূমিকম্পে (earthquick) বাড়িঘর, গির্জা, হোটেলসহ বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সেইন্ট-লুইস ডু সুদ নামক শহরের ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে ইউএসজিএস।

 

এদিকে ভূমিকম্পের পরপরই হাইতির (haitee) প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক সামান্থা পাওয়ারকে হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাইতির (haitee) পামে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

 

ভূমিকম্প -এ বাড়িঘর, গির্জা, বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। বেশকিছু হাসপাতাল আহতদের চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় নেই এবং তাদের প্রয়োজনীয় উপকরণ ফুরিয়ে গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।  ভূমিকম্পে বাড়িঘর, গির্জা, হোটেলসহ বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সেইন্ট-লুইস ডু সুদ নামক শহরের ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে ইউএসজিএস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top