সাত সকালে ইজরায়েলের উপর আক্রমণ হামাসের, যুদ্ধ ঘোষণা ইজরায়েলের প্রধানমন্ত্রীর

ইজরায়েল হামাস যুদ্ধে ১১০০ প্রাণ গিয়েছে, গৃহহীন লক্ষাধিক

ইজরায়েলের উপর বেনজির আক্রমণ চালালো প্যালেস্তাইেনর উগ্রপন্থী সংগঠন হামাস। শনিবার সকালে  ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে ইজরায়েলের মূল ভূখণ্ডের দিকে। যার আঘাতে ইজরায়েলের এক মেয়র সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত তিনশরও বেশি। হামাসের এই আক্রমণের জবাব দিতে দুপুরেই পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যিনি আন্তর্জাতিক কূটনীতিতে বিবি নামে পরিচিত। নেতানিয়াহু বলেছেন, “হামাসকে এই জঘন্য কাজের জন্য মূল্য চোকাতেই হবে। এটা আর কোনও অনুপ্রবেশ বলে বিবেচিত হবে না। এটা যুদ্ধ। আমরা এর জবাব দেবই”।

আরও পড়ুনঃ ‘নিখোঁজ দেব,’ ঘাটালে বিজেপির পোস্টারিং

‘অপারেশন আয়রন শোর্ডস’, হামাসের বিরুদ্ধে এই যুদ্ধকে ইজরায়েল নাম দিয়েছে ইজরায়েল। নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করতেই গাজা স্ট্রিপে হামাসের ডেরা লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে ইজরায়েলের বায়ুসেনা। অন্তত এক ডজন লড়াকু বিমান নামিয়েছে ইজরায়েল। এখনও পর্যন্ত যা খবর তাতে এটা স্পষ্ট যে সুপরিকল্পিত ভাবেই ইজরায়েলের বিরুদ্ধে আঘাত হানতে নেমেছে হামাস। একদিকে রকেট হানা শুরু হয়েছে। সেই সঙ্গে হামাস উগ্রপন্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঢুকে পড়েছে ইজরায়েলের মূল ভূখণ্ডে। এমনকি প্যারাগ্লাইডার ব্যবহার করেও হানা দিয়েছে ইজরায়েলে।

 

জানা গিয়েছে, ইজরায়েলের বেশ কিছু জায়গা দখল করেছে হামাস। এমনকি ইজরায়েলের সেনাবাহিনীর অনেককে তারা বন্দি করেও রেখেছে। ইজরায়েল ও প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাসের মধ্যে সংঘাত নতুন নয়। কিন্তু এত বড় হানা সাম্প্রতিক কালে হয়নি। বরং ইজরায়েল তাদের দমিয়ে রাখতেই সফল হয়েছিল। অনেকের মতে, এবার যে হানা হয়েছে তার আগাম তথ্য ছিল না ইজরায়েলের কাছে। সেদিক থেকে ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে।

 

এদিন আক্রমণ হানার পর মুহূর্তেই একটি রেকর্ডেড ভিডিও টেপ প্রকাশ করেছে হামাস। তাতে দেখা যাচ্ছে হামাস নেতা মহম্মদ দিফ বলছেন, ‘অপারেশন আল আকসা ফ্লাড’ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সাহায্য নিয়ে আমরা লড়াইতে নেমে পড়েছি। এবার শত্রুরাও বুঝতে পারবে দায়িত্বজ্ঞানহীন হয়ে বেপরোয়া আচরণের ফল কী হতে পারে।

 

ইজরায়েল ও প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাসের মধ্যে সংঘাত নতুন নয়। কিন্তু এত বড় হানা সাম্প্রতিক কালে হয়নি। বরং ইজরায়েল তাদের দমিয়ে রাখতেই সফল হয়েছিল। অনেকের মতে, এবার যে হানা হয়েছে তার আগাম তথ্য ছিল না ইজরায়েলের কাছে। সেদিক থেকে ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে।

en.wikipedia.org