কাশীপুরে উদ্ধার ট্র্যাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ

কাশীপুরে উদ্ধার ট্র্যাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাশীপুরে উদ্ধার ট্র্যাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ , ‘হাসতে ভুলে গিয়েছি মানে এই ভেবো না আমি হেরে গিয়েছি। আসলে আমাদের এই জীবন যুদ্ধের খেলায় শেষ হাসিটা হাসব বলে অপেক্ষায় আছি। হয়তো লাস্ট পোস্ট, একটু বিশ্রাম নেব। সবাই ভাল থেকো।’ এরপরে আর কোনও পোস্ট নেই ফেসবুকে (Facebook)। এরইমধ্যে উদ্ধার হল ট্র্যাফিক সার্জেন্ট সৌরভ দত্তের(Sourav Dutta) (৩৯) ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাশীপুরের (Kashipur) বিটি লাইনে। এদিন নিজের কোয়ার্টারের ঘর থেকে ওই সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে।

 

 

 

 

 

 

 

শেষ পোস্টের আগেও তাঁর ফেসবুকে (Facebook)ঘুরলে আরও বেশ কিছু পোস্ট নজরে আসছে। যাতে অবসাদের বিষয়টিই স্পষ্ট হচ্ছে বলে মত বন্ধু-বান্ধবদের। একটি পোস্টে খানিক কবিতার আকারেই লিখেছেন, ‘চলে যাব জীবনের সব মায়া ছেড়ে, কথারা রবে না আর কোনও কথার পাতায়, নতুন কোনও প্রশ্নের ভাজে ভাজে, ভাল আছি বলে মিথ্যা বলতে আসব না আর ভাল রাখার কোনও অভিপ্রায়ে। সোনাই চলে যাব, চলে যাব অসমাপ্ত গল্পের ঘোরে।’ সৌরভ ২০১০ সালের কলকাতা পুলিশ ব্যাচের অফিসার বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের(Kolkata Police)  ইস্ট ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট ছিলেন তিনি।

 

 

 

আরও পড়ুন – লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত কত অর্থ খরচ করেছে রাজ্য, বিধানসভায় বিবৃতি…

 

 

 

 

 

 

সূত্রের খবর, কাজের চাপের কারণে স্ত্রী-সন্তানকে সময় দিতে পারছিলেন না ওই পুলিশ কর্মী (Police) । সে কারণেই বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই ট্র্যাফিক সার্জেন্টের। কিছুদিন আগে সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান বলেও খবর। তারপর থেকেই ওই পুলিশ কর্মী মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই তিনি এই কাণ্ড করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top