
হনুমানের (Hanuman) মৃত্যুতে হরিনামের সংকীর্তনে মাতল স্থানীয় বাসিন্দারা।সনাতন ধর্মীয় রীতি মেনে গ্রামেরই জমিতে সমাধিস্থ করা হয় হনুমানটিকে।এরপর সেখানেই গড়ে তোলা হবে মন্দিরও (Mandir)।গ্রামবাসীদের উদ্যোগে সেখানে নিত্যদিন করা হবে পুজো অর্চনাও এমনটাই জানা গিয়েছে।
জানা গিয়েছে,ভৈরবপুর গ্রামের বিদ্যুৎ মন্ডল,দিবাকর রায়,রঞ্জিত দোলই উদ্যাগে হনুমানের (Hanuman) মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের কাজে হাত লাগিয়েছে গ্রামের সকলে। মৃত হনুমানটিকে গাড়িতে চাপিয়ে ফুল মালা,ধূপ চড়িয়ে রীতিমতো খোল করতাল সহকারে শোক মিছিল করে গ্রামেরই একটি জায়গায় সমাধিস্থ করা হয়।
সাতসকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ভৈরবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একটি হনুমানের।নিত্যদিন এলাকায় হনুমানের দাপট লেগেই থাকে,এইদিন সকাল থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৪ থেকে ৫ টি হনুমানের একটি দল।এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে পালানোর সময়ই হঠাৎই হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে একটি হনুমান।
আর ও পড়ুন কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)
স্থানীয়দের উদ্ধার করার আগেই মৃত্যু হয় হনুমানটির(Hanuman) ।স্থানীয়দের কথায়,৪-৫ টি হনুমানের দলে ছিল একটি ছোট হনুমান,তার মায়ের সাথে এক ছাদ থেকে আর এক ছাদে লাফ দিতে গিয়ে মা পেরিয়ে গেলেও বিদ্যুতের তারে আটকে যায় বাচ্চাটি এবং বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।
জানা গিয়েছে,ভৈরবপুর গ্রামের বিদ্যুৎ মন্ডল,দিবাকর রায়,রঞ্জিত দোলই উদ্যাগে হনুমানের (Hanuman) মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের কাজে হাত লাগিয়েছে গ্রামের সকলে। মৃত হনুমানটিকে গাড়িতে চাপিয়ে ফুল মালা,ধূপ চড়িয়ে রীতিমতো খোল করতাল সহকারে শোক মিছিল করে গ্রামেরই একটি জায়গায় সমাধিস্থ করা হয়।