ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল বানালেন সাগরদিঘী কলেজ পড়ুয়া হাসান সেখ। ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের সাগরদিঘীর গোপালপুরের কলেজ পড়ুয়া হাসান সেখ।১৮হাজার টাকা খরচ করে ২মাস সময়ের মধ্যেই সাইকেল বানিয়েছে ওই পড়ুয়া।মাত্র দেড় ইউনিট বিদ্যুৎ অর্থাৎ ১২টাকার বিদ্যুৎ খরচ করলেই ৮০ কিলো মিটার চালানো যাবে এই সাইকেল।এরপর ব্যাটারি শেষ হলে পায়ের দ্বারা সাইকেল চালানো যাবে। সাইকেলে রয়েছে হর্ন, হেড লাইট, মিউজিক সহ নানা কিছু।
জানা গিয়েছে, গোপালপুরের এক মধ্যবিত্ত পরিবার থেকে তিনি লড়াই করছেন।পিতার নাম সাদেম আলী পিলকি। বর্তমান এই যুবক সাগরদিঘী আই টি আই কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠরত ছাত্র।সে পড়াশোনা করছে,সে কার্যত শেখবার জন্য এবং পরীক্ষা করতে ইলেকট্রিক সাইকেল বানায়।
হাসান সেখ বলেন, দিন দিন পেট্রল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে তাতে আমাদের মতো মধ্যবৃত্ত ব্যাক্তিদের পক্ষে কলেজ যাওয়া সম্ভব নয়। সেই কথা মাথায় রেখে অভিনব ভাবনায়, খুব সল্প খরচে কলেজ যাতায়াত করতে পারছি। স্কুল থেকে পেয়েছি দিদির দেওয়া সবুজসাথী প্রকল্পের সাইকেল আর ১৮ হাজার খরচ করেছি, তাতেই সুন্দর একটা ইলেকট্রিক সাইকেল বানিয়েছি।
আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
উল্লেখ্য, ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের সাগরদিঘীর গোপালপুরের কলেজ পড়ুয়া হাসান সেখ।১৮হাজার টাকা খরচ করে ২মাস সময়ের মধ্যেই সাইকেল বানিয়েছে ওই পড়ুয়া।মাত্র দেড় ইউনিট বিদ্যুৎ অর্থাৎ ১২টাকার বিদ্যুৎ খরচ করলেই ৮০ কিলো মিটার চালানো যাবে এই সাইকেল।এরপর ব্যাটারি শেষ হলে পায়ের দ্বারা সাইকেল চালানো যাবে। সাইকেলে রয়েছে হর্ন, হেড লাইট, মিউজিক সহ নানা কিছু।
জানা গিয়েছে, গোপালপুরের এক মধ্যবিত্ত পরিবার থেকে তিনি লড়াই করছেন।পিতার নাম সাদেম আলী পিলকি। বর্তমান এই যুবক সাগরদিঘী আই টি আই কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠরত ছাত্র।সে পড়াশোনা করছে,সে কার্যত শেখবার জন্য এবং পরীক্ষা করতে ইলেকট্রিক সাইকেল বানায়।