হিরো আলমের লাশ বুড়িগঙ্গার ভাসিয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেফতার ১। হত্যা করার হুমকি দেওয়া হয় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। হিরোকে হত্যা করে তাঁর লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার রাতে হিরোর মোবাইল নম্বরে ফোন করে ওই হুমকি দেওয়া হয়। সেই রাতেই এই নিয়ে হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেন হিরো। তাঁর জীবনের নিরাপত্তা চেয়েও আবেদন করে একটি জেনারেল ডায়রি করেন হিরো।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেন হিরো আলম। নির্বাচনের দিনে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ওই নির্বাচনে হেরে গিয়েছেন হিরো আলম। তারপরেই নির্বাচনে কারচুপি এবং ছাপ্পার অভিযোগ করেছেন তিনি। ওই ভোট বাতিল করে আবার নির্বাচন করার দাবিও করেছেন হিরো। তারপরেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
হিরো জানান, সোমবার রাতে ০১৩২৩৭৯২০৮৭ নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন করা হয়। যিনি ফোন করেন তিনি তার নিজের পরিচয় না দিয়ে এক ‘ভাইয়ের রেফারেন্সে কথা বলেন’। ওই ফোনেই তাঁকে হুমকি দেওয়া হয়। তাতে ওই ব্যক্তি বলেন ‘মিডিয়াতে নাটক করিস। তোকে মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব।’ এছাড়াও তাঁকে আরও অনেক অশালীন ভাষাতে হুমকি দেওয়া হয় বলেও হিরোর অভিযোগ। সাত দিনের মধ্যে তাঁকে খুন করে দেহ নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি হিরোর। হিরো আলম বলেন, ‘ভোটের দিনে আমি মার খেয়েছি। এবার আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই রকম ভাবে কাউকে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পাওয়া যায় না। আমি চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।’
আরও পড়ুন – বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়,
পুলিশ জানিয়েছে, হিরো আলমকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন জানান, ধৃতের নাম আবু আহমেদ। মঙ্গলবার থেকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।