প্রায় এক মাস কেটে গেলেও এখনও কোনও ওটিটিতে ক্রেতা পাচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’,কিন্তু কেন? একটা ছবি আর সেই ছবিকে ঘিরেই কিছু দিন আগে পর্যন্ত চলছিল বিস্তর আলোচনা। ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি’। পরিচালক সুদীপ্ত সেন। ছবিটি মুক্তির পর তা নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল এ রাজ্যে। একটা ছবি আর সেই ছবিকে ঘিরেই কিছু দিন আগে পর্যন্ত চলছিল বিস্তর আলোচনা। ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি’। পরিচালক সুদীপ্ত সেন। ছবিটি মুক্তির পর তা নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল এ রাজ্যে। শীর্ষ আদালতের হস্তক্ষেপের পর এই রাজ্যে ব্যান উঠে গেলেও ছবিটি আর কোনও সিনেমা হলে চালানো হয়নি। সুদীপ্ত সেন সে সময় বলেছিলেন, ওটিটিতে এই ছবি বিক্রির জন্য কথাবার্তা চালানো হচ্ছে। কিন্তু এ কী! প্রায় এক মাস কেটে গেলেও এখনও কোনও ওটিটি প্ল্যাটফর্মকেই খদ্দের হিসেবে পেল না ছবিটি। কিন্তু কেন? পরিচালকের দাবি, তাঁর বিরুদ্ধে, এই ছবির বিরুদ্ধে হয়েছে এক গভীর ষড়যন্ত্র। তিনি মনে করেন, ছবির সাফল্যে নাকি ইন্ডাস্ট্রির অনেকেই ঈর্ষান্বিত। আর সেই কারণেই এভাবেই এই ছবিকে শাস্তি দেওয়ার জন্য বেছে নিয়েছেন তাঁরা। যদিও সূত্র জানাচ্ছে, ছবিটি ঘিরে যেহেতু শুরু থেকেই হয়েছে নানা বিতর্ক, সেই কারণেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ইচ্ছাকৃত ভাবেই এই ছবিটি খানিক এড়িয়ে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কথায়, “ছবিটি একটি প্রোপাগান্ডা ফিল্ম। নেপথ্যে কিছু উদ্দেশ্য রয়েছে। যে কোনও ওটিটি প্ল্যাটফর্মই কোনও ছবির বিষয়বস্তু ও কনটেন্টের উপর বেশিমাত্রায় উৎসুক। সেই কারণেই সেই তালিকায় এই ছবি জায়গা করে নিতে পারছে না।”
ট্রেলারে এও দাবি করা হয়, কেরল থেকে ৩২ হাজার মহিলা ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত হতে বাধ্য হন। এর পরেই এই ছবি নিয়ে শুরু হয়ে তর্ক-বিতর্ক, যুক্তি ও পাল্টা যুক্তি, অনেকেই দাবি করেন, এই ছবি কোনও এক বিশেষ ধর্মকে অবমাননা করেছে। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক ও তাঁর টিম। ওটিটিতে জায়গা না পাওয়ার নেপথ্যে কি সত্যি রয়েছে কোনও বিশেষ কারণ? টিম ‘দ্য কেরালা স্টোরি’ মনে করছে তেমনটাই।
আরও পড়ুন – প্রেমিকের জন্মদিনে এ কী করলেন মালাইকা?
কী এই ছবি বিষয়? যা নিয়ে এত চর্চা?ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল শালিনী উন্নিকৃষ্ণণ। তিনি জন্ম নিয়েছিলেন হিন্দু হয়ে যদিও পাকচক্রে ফতিমা হতে বাধ্য হন, কেন, কীভাবে, কেনই বা সিরিয়ার জঙ্গি বাহিনীতে যোগ দিতে বাধ্য হন তিনি, তাঁর অসহায়তা, পাচার হয়ে যাওয়া নিয়েই এই ছবি।