শ্লীলতাহানির হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে কপালে জুটল মারধর

শ্লীলতাহানির হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে কপালে জুটল মারধর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪ পরগনা: ঘোলার মহেন্দ্রনগরে বোনকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রী ও তার বোনের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। বাধা দিলে গেলে চুলের মুঠি ধরে চলে মারধর, ছিড়ে দেওয়া হয় চুল।

রহড়া কল্যাণ নগরের বাসিন্দা ওই দুই বোন ।এক বোন কলেজ ছাত্রী। অপরজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অভিযোগ গতকাল রাতে একটি সাইকেল করে আক্রান্ত কলেজ ছাত্রী ও তার নাবালিকা বোন রহড়ায় কল্যাণনগরে তাদের বাড়ি ফিরছিলো। সেই সময় রাজেশ মন্ডল নামের এক যুবক প্রথমে তাদের পিছু নেয় এরপর ঘোলা মহেন্দ্রনগরের এক অন্ধকার জায়গায় পথ আটকায় রাজেশ মন্ডল নামে ওই যুবক। প্রথমে বোনের সাথে খারাপ কাজ করতে দেখে তার দিদি প্রতিবাদ করে তাকে একটা চড় মারে। মার খাওয়ার পর রাজেশ আরও হিংস্র হয়ে ওঠে। দুই বোনকে চুলের মুঠি ধরে এবং মারধর শুরু করে। মুখে ঘুষি মারতে থাকে।ছোটো বোনের চুল ছিড়ে নেয়।সেই সময় এলাকার লোকজন উপস্থিত থাকলেও তারা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি এমনটাই অভিযোগ আক্রান্ত দের। এলাকার এক যুবক এগিয়ে আসে এবং ওই ছেলেটি কে চিনে ফেলে।এরপর আক্রান্ত ওই দুই ছাত্রী ঘোলা থানায় লিখিত অভিযোগ জানায়। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত রাজেশ পলাতক।

আরও পড়ুন…দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি আহত চার-পাঁচজন

ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top