১৮ই জানুয়ারি থেকে দিনহাটা শুরু স্বাস্থ্য মেলা ও সংহতি উৎসব। করোনার জন্য মাঝে দুই বছর বন্ধ থাকলেও ফের শুরু হচ্ছে কমল গুহ ৯৫ তম জন্ম উৎসব উপলক্ষে দু’দিনব্যাপি স্বাস্থ্য মেলা ও সংহতি উৎসব। আগামী ১৮ই জানুয়ারি থেকে দিনহাটা সংহতি ময়দানে শুরু হচ্ছে এই উৎসব। পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। পাশাপাশি তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে নেতাজির জন্ম উৎসব।
দু’দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রতিবছর স্বাস্থ্য মেলায় রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা মেলায় এসে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। এ বছর চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য মেলায় আসবেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য মেলা কমিটির সভাপতি চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা জানান, দু’দিনব্যাপী স্বাস্থ্য মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা দেবেন।
স্বাস্থ্য মেলা ছাড়াও সংহতি ময়দানে অনুষ্ঠিত হবে সংহতি উৎসব। এ বছরও স্বাস্থ্য মেলা উপলক্ষে স্বাস্থ্যের জন্য হাঁটু স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ১৮ই জানুয়ারি সকালে। সেখানে বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও গণসংগঠনগুলি অংশ নেবে।
স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক উদয়ন গুহ জানান, কমল গুহ জীবদ্দশায় স্বাস্থ্য মেলা সূচনা করেছিলেন। তার উদ্যোগে এই স্বাস্থ্য মেলা শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে মাঝে বন্ধ থাকলেও পরবর্তীতে এই স্বাস্থ্য মেলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এ বছরও দু’দিন ব্যাপী স্বাস্থ্য মেলা শুরু হবে ২১ জানুয়ারী। দুদিনের স্বাস্থ্য মেলার পাশাপাশি স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নানা অনুষ্ঠান হবে। মাঝে করোনার জন্য দুই বছর স্বাস্থ্য মেলা না হলেও এ বছর কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। এর আগে দুই দিনের স্বাস্থ্য মেলায় দশ হাজারের বেশি মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। এবছর সেই সংখ্যা আরো বাড়বে।
আরও পড়ুন – দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
এবছর স্বাস্থ্য মেলা উপলক্ষে সংহতি উৎসবে অংশ নিতে আসছে শিল্পী বাবুল সুপ্রিয় থেকে শুরু করে সুমনা চক্রবর্তী, পর্নো বন্দ্যোপাধ্যায়, অর্পিতা চক্রবর্তী, অঙ্কিতা ভট্টাচার্য, কৃঞ্জল চট্টোপাধ্যায়, লগ্নজিতা ছাড়াও বাংলাদেশের জলের গান ব্যান্ড। অনুষ্ঠানের প্রথম দিন ১৮ জানুয়ারি স্বাস্থ্যের স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা সংহতি ময়দান থেকে বের হয়ে শহর পরিক্রমা করবে। এ বছর স্বাস্থ্য মেলা উদ্বোধন কে করবেন তা এখনো ঠিক হয়নি। তবে আগামী দু-তিন দিনের মধ্যে কে উদ্বোধন করবেন তা ঠিক হয়ে যাবে বলেও মন্ত্রী উদয়ন গুহ জানান।
দু’দিনব্যাপী স্বাস্থ্যমেলা ছাড়াও সংহতি উৎসবকে সুন্দর করে তুলতে জোর প্রস্তুতি শুরু হয়েছে দিনহাটায়।