তাপপ্রবাহ আর কত দিন? বৃষ্টি হবে কি? আগামী পাঁচ দিনের পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস

তাপপ্রবাহ আর কত দিন? বৃষ্টি হবে কি? আগামী পাঁচ দিনের পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তাপপ্রবাহ আর কত দিন? বৃষ্টি হবে কি? আগামী পাঁচ দিনের পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস ,রোদের জ্বালায় গায়ে ফোস্কা পড়ার জোগাড়! দিন দুপুরে রাস্তায় বেরিয়ে অসুস্থবোধ করছেন মানুষ। বৈশাখের শুরুতেই ‘হা বৃষ্টি’ রব উঠেছে দক্ষিণ বঙ্গে। এরই মধ্যে আলিপুরের হাওয়া অফিস আগামী প্রায় এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করল। রবিবার তারা জানিয়ে দিয়েছে, আপাতত গরমের এই দহন কমা তো দূর অস্ত‌্, আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ বন্ধ হওয়ারই কোনও সুযোগ নেই। ফলে গা-জ্বালানো গরম আরও প্রায় এক সপ্তাহ সইতে হবে দক্ষিণবঙ্গে।

 

 

 

 

চৈত্রের আগেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। কলকাতাতেই পারদ পৌঁছেছিল ৪১ ডিগ্রিতে। জেলায় বেশ কিছু এলাকায় ৪২ ডিগ্রিও ছাড়িয়েছিল তাপমাত্রা। রবিবারও একই ধরনের গরম ছিল দক্ষিণের জেলা গুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন এমনই পরিস্থিতি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায়।

 

 

 

 

অন্য দিকে, উত্তরবঙ্গের দুই জেলা— দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরের ওই দুই জেলায় ২০ তারিখ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দক্ষিণের জেলাগুলিতে তার কোনও সম্ভাবনা নেই বলেই আবহবিদদের ধারণা। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

 

 

 

 

আরও পড়ুন –   বীরভূমে দাঁড়িয়ে ‘সততার প্রতীকেই’ শান দিলেন ফিরহাদ বললেন ‘আমার নেত্রী এখনও টালির…

 

 

আর বৃষ্টি? নাহ, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাসের তালিকায় জোড়া শুধুই তাপপ্রবাহের আগুনে কমলা সতর্কতা।

 

 

 

 

আরও পড়ুন –   এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে একঝাঁক এসি বাস নামাতে চায় পরিবহণ দফতর

 

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top