স্টারজলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর ফাইনালে হেলেন। চলতি বছরে বেশ জনপ্রিয় হয়েছে এই শো। বহু খুদে নৃত্যশিল্পীদের অসাধারণ প্রতিভার সাক্ষী থাকছে এই মঞ্চ। বিচারকদের আসনে মিঠুন চক্রবর্তী, মনামী ঘোষ এবং দেবের উপস্থিতি এই রিয়্যালিটি শোকে আরও জনপ্রিয় করে তুলেছে।
সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই সানি লিওন কলকাতায় এসে শুট করে গেছে। এরপরই নাকি কোরিওগ্রাফার রেমো ডি’সুজার সঙ্গেই চুপিসারে এই শো-এর ফাইনালের শ্যুট করে গেছেন হেলেন। বর্তমানে বড় পর্দায় তাঁকে দেখা না গেলেও, টেলিভিশনে বেশকিছু ডান্স রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে দেখা যায় তাঁকে। এবারে ডান্স ডান্স জুনিয়র সিজন ২-এর মঞ্চ কাঁপাতে গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেত্রী এবং ডান্সার হেলেন।
এর আগেও অনেক অতিথিরাই এই মঞ্চকে আলোকিত করেছেন। তালিকায় বাদ পড়েননি অনেকেই। রবিনা টন্ডন থেকে শুরু করে ঊর্মিলা মাতন্ডকর, এর পাশাপাশি প্রথমবার কোনও বাংলা রিয়্যালিটি শোতে হাজির হতে দেখা যায় অনিল কাপুরকে। এতো জমজমাট রিয়্যালিটি শোয়ের শেষটা কী কখনও ফিকে হতে পারে? তাই গ্র্যান্ড ফাইনালে বড় চমক হেলেন।