দায়িত্বশীল মা থেকে লাস্যময়ী নায়িকা ( heroine ) হয়ে ওঠার রহস্য

দায়িত্বশীল মা থেকে লাস্যময়ী নায়িকা ( heroine ) হয়ে ওঠার রহস্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
heroine
দায়িত্বশীল মা থেকে লাস্যময়ী নায়িকা ( heroine )হয়ে ওঠার রহস্য
ছবি সংগ্রহে সাইন টিভি

 

মা   হওয়ার পর ছোটপর্দায় প্রথম দেখা যায় শুভশ্রী ( heroine ) গঙ্গোপাধ্যায়। ডান্স বাংলা ডান্সের এই সিজনের অন্যতম বিচারক তিনি। এই মঞ্চে শুভশ্রীর একের পর এক গ্ল্যাম লুকে মুগ্ধ তাঁর ফ্যানেরা। শুভশ্রী রাজকে বিয়ে করার পর থেকেই যেন অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছেন।

 

মাঝখানে বেশ কয়েকদিন তিনি ব্রেক নিয়েছিলেন সিনেমা থেকে। মা   হওয়ার পর সম্প্রতি তিনি কামব্যাক করেছেন সিনেদুনিয়ায় ( heroine ) । তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় একদিকে তিনি যেমন ‘কুল মম’ অন্যদিকে তিনি ফিরছেন তাঁর পুরনো মোহময়ী অবতারে।

 

শ্যুটিং শুরু করলেও ছেলের   সমস্ত দায়িত্ব নিজেই পালন করেন অভিনেত্রী। ছেলে ইউভানের নানা কার্যকলাপ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ( heroine ) পোস্ট করেন তিনি। যার জন্য নেটিজেনরা তাঁকে ‘কুল মম’ তকমা দিয়েছে। শুভশ্রী সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায় যে পর্দার বাইরে সে একজন আদ্যপান্ত পারিবারিক মানুষ।

 

আর ও  পড়ুন    মেহেদিরাঙা হাতে ( hand ) ভালো না বাসার বার্তা দিলেন পরিমনি

 

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অভিনেত্রী। শুধু ছোটপর্দাই নয়, খুব তাড়তাড়ি বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। বাবা যাদবের আগামী ছবিতে তাঁকে দেখা যাবে। এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন যে বাড়ির কোনও খেয়ালই রাখতে পারেন না তিনি। স্ত্রী শুভশ্রীই বাড়ির সমস্ত দেখভাল করেন।

 

ঘরের খুঁটিনাটি সবই তাঁর নখ দর্পনে। তবে স্বাভাবিকভাবেই মা হওয়ার সুবাদে শুভশ্রীর শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছিল। ইউভানের জন্মের পরে নায়িকার শরীরে বিস্তর বেবি ফ্যাট ছিল। এর জেরে সোশ্যাল মিডিয়ায় বারবার কটূক্তির শিকার হয়েছেন রাজ ঘরনি।

 

কিন্তু পুরোনো শরীর ফিরে পাওয়ার চ্যালেঞ্জটা অনেক আগে থেকেই লুফে নিয়েছিলেন অভিনেত্রী। নায়িকার সাম্প্রতিক ফটোশ্যুটের ছবি ( heroine )  দেখে অবাক সকলে। এক কাঁধ খোলা লাল গাউন আর কালো স্টিলেটোতে গ্ল্যামার কুইন শুভশ্রী। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ ফের ক্যামেরার মুখোমুখি হওয়ার চেয়ে বেশি আনন্দ আর কোনও কিছুই দিতে পারবে না’।

 

উল্লেখ্য, শ্যুটিং শুরু করলেও ছেলের   সমস্ত দায়িত্ব নিজেই পালন করেন অভিনেত্রী। ছেলে ইউভানের নানা কার্যকলাপ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। যার জন্য নেটিজেনরা তাঁকে ‘কুল মম’ তকমা দিয়েছে। শুভশ্রী সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায় যে পর্দার বাইরে সে একজন আদ্যপান্ত পারিবারিক মানুষ।

 

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অভিনেত্রী। শুধু ছোটপর্দাই নয়, খুব তাড়তাড়ি বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। বাবা যাদবের আগামী ছবিতে তাঁকে দেখা যাবে। এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন যে বাড়ির কোনও খেয়ালই রাখতে পারেন না তিনি। স্ত্রী শুভশ্রীই বাড়ির সমস্ত দেখভাল করেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top