শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও (heroines) টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা

শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও (heroines) টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
heroines

আবারও নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী ( heroines ) শ্রাবন্তী চ্যাটার্জি । গত মাসে ছেলে ঝিনুক ও তার প্রেমিকা দামিনীকে নিয়ে কাশ্মির বেড়াতে গিয়েছিলেন ( heroines ) শ্রাবন্তী। এবার গেলেন মালদ্বীপে, সঙ্গে তার ছেলে ও তার প্রেমিকা।   অভিমন্যু-দামিনী ঘুরতে দারুণ ভালোবাসেন। কখনও রাজস্থান তো কখনও কাশ্মীর- ঘুরতে যান তারা। এবার তাদের সফরসঙ্গী ( heroines ) শ্রাবন্তী। মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্ক নিয়ে অবশ্য কোন রাখঢাক নেই।লাস্যময়ী শ্রাবন্তীর মতোই সুন্দর তার হবু বউমা। সাইবারবাসী তেমনটাই বলছেন। তবে শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা।

আর ও পড়ুন     রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)

ছোট্ট ঝিনুকের প্রেমিকার সঙ্গে মা শ্রাবন্তীরও যে সম্পর্ক ভাল তা ছবিতে স্পষ্ট। নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ। ছোট্ট ঝিনুক ৩ বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন এই মডেলের সঙ্গে। তার শরীরী জাদুতেই কাত নেটিজেনরা।প্রেমিকা দামিনীকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত ঝিনুক। ছবির ক্যাপশনে লেখা ‘আমার রাজত্বের রানি’। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছিল সেই ছবি। এবং মা শ্রাবন্তীকে সঙ্গে নিয়েই তারা কোয়ালিটি টাইমে মজেছেন।

আর ও পড়ুন    আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে

ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ ভাব শ্রাবন্তীরও। শুরু থেকেই ছেলের সম্পর্কের ব্যাপারে আপত্তি নেই শ্রাবন্তীর।সূত্রের খবর, ঝিনুক ও দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মালদ্বীপের দৃশ্য। বিমানের জানালা দিয়ে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন তারা। রিসোর্টের ভেতরের কিছু সৌন্দর্যও উঠে এসেছে ইনস্ট্রাগ্রাম স্টোরিতে। পূর্ণিমার রাতে নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন দামিনী।  এর আগে স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তী-অভিমন্যু যখন মালদ্বীপ ঘুরতে যান তখনও সঙ্গে ছিলেন দামিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top