কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার

কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রসগোল্লার স্বাদে এ বার মজেছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেকজান্ডার এলিস বা অ্যালেক্স এলিস (British High Commissioner tastes Rasgulla) । সম্প্রতি কলকাতায় এসেছিলেন এলিস (Alex Ellis) । ধর্মতলায় কে সি দাসের দোকানে দাঁড়িয়ে তিনি রসগোল্লা ( Commissioner ) খান । তাঁর মুগ্ধতার কথা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে । টুইটারে তাঁর হাসিমুখ জ্বলজ্বল করছে । কপালে চন্দনের টিপ, গলায় জুঁইফুলের মালা । সহাস্য হাইকমিশনার এলিস খাচ্ছেন রসগোল্লা ।

আর ও  পড়ুন    বিস্ফোরক বাবুল সুপ্রিয়, বিজেপির বিরুদ্ধে কী বললেন তিনি ?

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর মুগ্ধতার বার্তা-”ভারতের সবথেকে মিষ্টি শহর কলকাতায় এসে বড়োই আনন্দিত আমি। এখানকার এসপ্লানেডের কে. সি. দাসের আউটলেটে আমি চেখে দেখলাম দারুণ স্বাদের “বাংলার রসগোল্লা”।” বাংলা ভাষাতেই ট্যুইট করেছেন তিনি ।

অ্যালেক্স এলিসের ট্যুইটবার্তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের । ট্যুইটারেত্তিরা তাঁকে কলকাতার একাধিক বিশেষ খাবার খেতে অনুরোধ করেছেন । কেউ বলেছেন, এর পর সদ্য কড়াই থেকে নামানো গরমাগরম রসগোল্লা খেতে । কেউ আবার বলেছেন, কলকাতার রাস্তার খাবারের স্বাদ নিতে । এক নেটিজেন বলেছেন, পরের বার কলকাতায় এলে অবশ্যই মিষ্টি দই খেয়ে দেখতে ।

চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব নেন অ্যালেক্স এলিস । তিনি ফিলিপ বার্টোনের স্থলাভিষিক্ত হন । শুধু কলকাতাই নয় । এর আগে ভারতের যে যে শহরে তিনি গিয়েছেন, চেখে দেখেছেন সেখানকার স্থানীয় নামী খাবার ।

বেঙ্গালুরুতে গিয়ে তিনি খেয়েছেন মাইসোরের মশলা ধোসা । ছুরি ও কাঁটাচমচ সরিয়ে রেখে হাত দিয়েই ধোসা খেয়েছেন । এ মাসের গোড়ায় তিনি গিয়েছিলেন মুম্বই । বাণিজ্যনগরীতে পা রেখে তিনি স্বাদ নিয়েছেন স্থানীয় ডেলিকেসি ‘বড়া পাও’-এর । গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে বড়া পাও খাওয়ার ছবি তিনি শেয়ার করেছেন ট্যুইটারে । সে শহরের ডাব্বাওয়ালারা তাঁকে উপহার দিয়েছেন টিফিন বক্স । তাঁদেরকেও ট্যুইটারে ধন্যবাদ জানিয়েছেন এলিস ।

এর পর কোথায় যাবেন ব্রিটিশ হাইকমিশনার? তাঁর পরবর্তী গন্তব্য ও স্থানীয় খাবার উপভোগের ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় নেটিজেনরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top