লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার

লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৮ অক্টোবর, ২০২০: লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার। শুধু সবজি বাজার নয় অগ্নিমূল্য ফলমূলের দামও। মাথায় হাত আম বাঙালির। বিগত কয়েক বছরে এই রকম দাম হয়নি বলে জানিয়েছেন ক্রেতাদের।এমনই ছবি ধরা পড়েছে মালদা শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট।

করোনা পরিস্থিতির মধ্যে আর্থিক মন্দায় ভুগছেন সাধারণ মানুষ। তার উপর সবে মাত্র কেটেছে দুর্গা পুজো। সাধারণ মধবিত্তের মানুষেরই এই দুর্গা পুজোর রেশ কাটতেই পকেটেওঁ পরে টান। আর দশমী কাটানোর কয়েকদিনের মধ্যেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। তবে সেই লক্ষ্মী পুজোর বাজার মালদা শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট করতে গিয়েই মাথায় হাত পড়ল মধ্যবিত্তের।

আরও পড়ুন…আরজিকর হাসপাতাল তৃণমূলের আড্ডাবাজদের জায়গা, কটাক্ষ সায়ন্তনের

সেখানে গিয়ে দেখা গেলো অগ্নিমূল্য সবজি এবং ফলমূল এর দাম। খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে। পেঁয়াজ আলুর সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য শাকসবজি এবং ফলমূলেরও। কমবেশি সব ধরনের সবজির দামই ১০০ টাকা ছুঁই ছুঁই। ফলে বিক্রি কমেছে বলে অভিমত বিক্রেতাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top