আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী, আগামী ২৪ মে চলতি মাসে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন। তিনি জানিয়েছে, ২৪ মে দুপুর বারোটার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। বেলা সাড়ে বারোটা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৩১ মে রেজাল্ট হাতে দেওয়া হবে। প্রাথমিকভাবে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। পরে অবশ্য সংসদ স্পষ্ট করে দেয়, সময় খানিকটা এগিয়ে আসতে পারে। মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশের সম্ভাবনা ছিল। মাধ্যমিকের ফলপ্রকাশের সপ্তাহ খানেকের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ।

 

 

 

 

 

এর আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেই ভুয়ো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে সকাল ১১ টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই তৎপর হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি যে ভুয়ো, তা সংসদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দেন, ওই বিজ্ঞপ্তি ভুয়ো। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সংসদের তরফ থেকেই দিন ঘোষণা করে দেওয়া হবে। এরপর শিক্ষামন্ত্রী টুইট করে উচ্চ মাধ্যমিকের ফলঘোষণার দিন জানিয়ে দিলেন।

 

 

 

 

আরও পড়ুন – ‘৩৬০০০ নয়, ৩০১৮৫ জন অপ্রশিক্ষিত’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের সংশোধনী চেয়ে আবেদন

 

 

 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছরে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ। এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top