বিরোধী জোটের নাম ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়া’ সরিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখলেন ভারত

বিরোধী জোটের নাম ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়া’ সরিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখলেন ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিরোধী জোটের নাম ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়া’ সরিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখলেন ভারত , মঙ্গলবারই ব্যাঙ্গালুরুতে বৈঠকে বসে নিজেদের জোটের নাম ঠিক করেছে বিরোধীরা। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে ‘ইন্ডিয়া’ মুছে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এতদিন তাঁর নামের নিচে অসমের পাশে লেখা থাকত ‘India’। এবার তা সরিয়ে দেশের নাম হিসাবে তিনি লিখলেন ভারত (Bharat)।

 

 

 

 

 

 

তাঁর দাবি, দেশের নাম India করা হয় ব্রিটিশরা আসার পরেই। ব্রিটিশরাই এই নাম দিয়েছিল। টুইট করে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘আমাদের সভ্যতাগত দ্বন্দ্ব ‘ইন্ডিয়া’ ও ভারতকে কেন্দ্র করে। ব্রিটিশরাই আমাদের দেশের নাম ইন্ডিয়া দিয়েছিল। ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে।

 

 

 

 

আমাদের পূর্বপুরুষরা ভারতের জন্য লড়াই করেছিলেন। এবং, আমরাও ভারতের জন্য কাজ করব। ভারতের জন্য BJP।’ তারপরেই অনেকেই মনে করতে শুরু করে দিয়েছেন যে এবারও BJP ক্ষমতায় এলে দেশের নাম পালটে দেওয়া হবে। পদ্ম শিবির দেশের নাম ভারত করতে চাইছে। হিমন্ত বিশ্ব শর্মা সেই কথারই ইঙ্গিত দিয়েছেন। টুইটার থেকে নিজের নাম এবং পদের পাশে লেখা ইন্ডিয়া নাম মুছে দিয়েও তাঁর ‘Location Bar’ থেকে তা সরানো হয়নি। এখনও সেখানে দেখা গিয়েছে ‘গুয়াহাটি, ইন্ডিয়া’।

 

 

 

 

 

মঙ্গলবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে NDA-র বিরুদ্ধে লড়াই করবে বিরোধীদের জোট। এই লড়াই হবে Indian National Developmental Inclusive Alliance বা INDIA-র নামে। তিনি জানান, তাদের লক্ষ্য নাগরিকদের স্বার্থে দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করা।

 

 

আরও পড়ুন –  ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মুখ কি মমতা? শতাব্দী রায়ের মন্তব্যে জল্পনা ,

 

 

 

প্রসঙ্গত, মঙ্গলবারই ব্যাঙ্গালুরুতে বৈঠকে বসেন BJP বিরোধী ২৬টি রাজনৈতিক দলের নেতারা। সেখানেই তাদের জোটের নাম Indian National Developmental Inclusive Alliance (INDIA) ঠিক করা হয়েছে। এই নাম নেওয়ার জন্য কংগ্রেসকে নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top