SRK বিতর্কে পাল্টা জবাব হিমন্ত বিশ্বশর্মা। শাহরুখের পাঠান ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে দেশে। অসমে একাধিক সিনেমা হলে পাঠান ছবির বুকিং নিয়ে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই নিয়ে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন পাঠান ছবির মুক্তি নিয়ে আলাদা কোনও নিরাপত্তা অসম সরকার নিচ্ছে কিনা। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কে শাহরুখ খান? চিনি না। মুখ্যমন্ত্রীর এই জবাবে শোরগোল পড়ে গিয়েছিল। তাই নিয়ে শেষ পর্যন্ত জবাব দিলেন মুখ্যমন্ত্রীষ তিনি টুইটে লিখেছেন রাত ২টো পর্য ন্ত শাহরুখের সঙ্গে কথা হয়েছে। সিনেমা হল গুলিতে ভাঙচুরের ঘটনা নিয়ে নাকি শাহরুখের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। শাহরুখ খান নিজেই নাকি তাঁকে ফোন করেছিলেন।
শাহরুখ খান নাকি তাঁকে ফোন করে গুহাহাটিতে তাঁর পাঠান ছবিকে নিয়ে গণ্ডগোলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শাহরুখ খান। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তার জবাবে নাকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। আইন শৃঙ্খলা রক্ষায় সবরকম পদক্ষেপ করবে রাজ্য সরকার। এমনই মন্তব্য করেছেন তিনি। পাঠান ছবির মুক্তির প্রতিবাদে অসমের গুয়াহাটিতে বজরং দলের কর্মী সমর্থকরা উত্তেজনা ছড়ায়। শহরের একটি সিনেমা হলে ভাঙচুর চালায় তারা। শাহরুখ খানের নতুন ছবি পাঠান নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে দেশে।
আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান
ছবিতে গেরুয়া রঙের বিকিনি পরে দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে। তাই নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন এক দল বিজেপি নেতা। তাঁরা তীব্র আক্রমণ শানিয়েছেন এই নিয়ে শাহরুখ খানকে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার সর একাধিক রাজ্যের বিজেপি নেতারা ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। একাধিক জায়গায় ছবিটির বুকিং নিয়ে সিনেমা হল ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার থেকে বাদ যায়নি অসমও। অসমেও একাধিক সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। SRK বিতর্কে