Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Some of today's notable events that have taken place in the pages history

ইতিহাসের (history) পাতায় ঘটে যাওয়া আজকের (Today) দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসের (history) পাতায় ঘটে যাওয়া আজকের (Today) দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
history
ইতিহাসের (history) ঘটে যাওয়া আজকের দিনের ঘটনা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আজ ১৮ আগস্ট ২০২১, মঙ্গলবার। ৩ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের (history) এ আজকের (Today)  দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

 

ঘটনাবলি:

১২০১ – রিগা শহর প্রতিষ্ঠিত হয়।

১৫৮৭ – আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।

১৮০০ – লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।

১৮০৪ – ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপোর্ট সেদেশের সম্রাট হিসাবে আত্ম প্রকাশ করেন ।

১৮১২ – স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হন।

১৮৩০ – ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে ।

১৯৪৫ – তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।

১৯৫৮ – সাঁতারু ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করেন।

১৯৫৮ – ব্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ‘ললিতা’ যুক্তরাষ্ট্রে প্রকাশ হয়।

১৯৬১ – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।

১৯৬৩ – জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৭১ – ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনা দল ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৭৪ – ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় ।

২০০৮ – পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।

জন্ম:

১৮৫০ – ফরাসি সাহিত্যিক বালজাক।

১৯৩৩ – প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কি।

১৯৩৬ – ভারতের কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার।

১৮৭২ – বিখ্যাত বৃটিশ দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেল।

১৯৪৯ – নাট্যকার সেলিম আল দীন।

মৃত্যু:

১২২৭ – চেঙ্গিস খান।

১৮৯৮ – শিক্ষাবিদ ‘জ্ঞানান্বেষণ সমিতি’র পুরোধা রামতনু লাহিড়ী।

১৯৪৫ – লেখিকা ও আধুনিক বাংলা গানের রচয়িতা সরলাদেবী চৌধুরানী।

১৯৬৮ – সাংবাদিক ও রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ ।

১৯৬৯ – সম্পাদক ও কবি হুমায়ুন কবির।

১৯৭৫ – রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা শওকত আলী।

১৯৮০ – রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভারতীয় গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা দেবব্রত বিশ্বাস।

১৯৯৮ – ভারতীয় মডেল ও অভিনেত্রী পার্সিস খামবাট্টা।

 

আর ও পড়ুন  যে ব্যায়াম শরীরের ওজন (weight) কমায় না

 

স্বাভাবিকভাবেই এদিনের এই সমস্ত ঘটনা মানুষের মণিকোঠায় স্মরণীয় হয়ে রয়েছে। আজ ১৮ আগস্ট ২০২১, মঙ্গলবার। ৩ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নেওয়া সেই সমস্ত  ইতিহাসের (history) এ আজকের (Today)  দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top