ইতিহাসের (history) আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসের (history) আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
history
ইতিহাসের ( history) আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

 

আজ শুক্রবার, ২৫ আগস্ট ২০২১। ০৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের (history) আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,

ঘটনাবলি:

০৯৫ – মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।

১৫৩০ – প্রথম রাশিয়ান জার চতুর্থ আইভানের জন্ম।

১৭৭৬ – খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউমের মৃত্যু।

১৮১৯ – বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের মৃত্যু।

১৮২২ – জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল মৃত্যুবরণ করেন।

১৮২৫ – উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩০ – বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৮৬৭ – ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে মৃত্যুবরণ করেন।

১৮৯৬ – উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।

১৯০০ – জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশের মৃত্যু।

১৯০০ – সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম।

১৯০৬ – ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম।

১৯০৮ – নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ আঁরি বেকরেলের মৃত্যু।

১৯১৬ – নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনসের জন্ম।

১৯১৯ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।

১৯২০ – এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।

১৯২১ – মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।

 

আর ও খবর    কারাগারে মশার কামড়ে ঘুমাতে না পেরে অশান্তিতে পরীমনি (Porimoni)

 

১৯৩০ – একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক (history)  স্যার থমাস শন কনারি জন্মগ্রহন করেন।

১৯৪৪ – জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।

১৯৬০ – রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।

১৯৬২ – বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত (history)  নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিনের জন্ম।

১৯৬৬ – মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদ মৃত্যুবরণ করেন।

১৯৭৫ – জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

১৯৭৬ – সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসনের মৃত্যু।

১৯৮৯ – একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।

১৯৯১ – সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২ – চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

২০১২ – মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ নিল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top