সামনেই হোলি,নিউ জলপাইগুড়ির জন্য স্পেশাল ট্রেন, সময়-তারিখ জেনে নিন,হোলির সময় বিভিন্ন রুটের ট্রেনে অনেক ভিড় হয়, তাই এই ট্রেনগুলি চালু করা হয়েছে। প্রতি বছরই সাধারণত ওই সময় সরকারি বা বেসরকারি সংস্থায় ছুটি থাকে। ফলে কর্মীরা বাড়ি ফেরেন। ট্রেনে-বাসে প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। তাই উত্তর-পূর্ব রেলের তরফে হোলি উপলক্ষ্যে কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ট্রেনও রয়েছে।
বিশেষ ট্রেনগুলি কোনটা, কোন সময়ে চলবে জেনে নিন।
ডিব্রুগড়-গোরখপুর: রওনা হবে ২ মার্চ ও ৯ মর্চ। সন্ধ্যা ৭ ট ২৫ মিনিটে ডিব্রুগড় থেকে রওনা হবে, গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৭ টায়।
আর গোরখপুর থেকে ছাড়বে ৭ ও ১৪ মার্চ। সকাল ৭ টা ৫০ মিনিটে রওনা হয়ে ডিব্রুগড় পৌঁছবে রাত ৯ টা ১৫ মিনিটে।
শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি: শিয়ালদহ থেকে রওনা হবে ৩ মার্চ। রাত ১১ টা ৪০ মিনিটে রওনা হবে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে।
নিউ জলপাইগুড়ি থেকে রওনা হবে ৪ মার্চ। সকাল ১২ টা ১৫ মিনিটে ছাড়বে ও রাত ১১ টা ৫০ মিনিটে পৌঁছবে।
শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি: শিয়ালদহ রওনা হবে ৪ মার্চ। রাত ১১ টা ৪০ মিনিটে ছাড়বে, পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০ টা ৪৫ মিনিটে।
৫ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে, পৌঁছবে রাত ১১ টা ৫০ মিনিটে।
আরও পড়ুন – রাজস্ব বাড়ানোর জন্য এ বার বিভিন্ন ওয়ার্ডে কার্যত বাড়ি বাড়ি ঘুরে অভিযান…
গোরখপুর- নিউ জলপাইগুড়ি: ৪ ও ১১ মার্চ রওনা হবে গোরখপুর থেকে। ছাড়বে বিকেল ৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১১ টায়।
৬ ও ১৩ মার্চ রওনা হবে নিউ জলপাইগুড়ি থেকে। বিকেল ৩ টেয় রওনা হবে গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৬ টায়।
প্রতি বছরই সাধারণত ওই সময় সরকারি বা বেসরকারি সংস্থায় ছুটি থাকে। ফলে কর্মীরা বাড়ি ফেরেন। ট্রেনে-বাসে প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। তাই উত্তর-পূর্ব রেলের তরফে হোলি উপলক্ষ্যে কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )