পঞ্চায়েত ভোটের প্রচারের মধ্যেই আমচকা সুকান্তকে ফোন অমিত শাহের , কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন চলছিল। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে জল গড়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court)। রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) কেন্দ্রীয় বাহিনীতে নিমরাজি থাকলেও সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোটের পক্ষে আসে রায়। শেষ পর্যন্ত ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। দফায় দফায় রাজ্যে আসতে শুরু করেছে জওয়ানের দল। এদিকে হাতে আর মাত্র তিনটে দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন শাসক থেকে বিরোধী দলের নেতারা। উত্তরবঙ্গে প্রচারে নেমেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যখন তিনি প্রচারে ব্যস্ত তখন আচমকা তাঁকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
সূত্রের খবর, অমিত শাহর সঙ্গে ফোনালাপে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন সুকান্ত। একইসঙ্গে ভোটের দিন যে শাসকদলের অত্যাচারের পরিমাণ আরও বাড়বে সেই আশঙ্কাও প্রকাশ করেছেন। ভোট লুঠেরও চেষ্টা হতে পারে বলে মনে করছেন সুকান্ত। এমনকী চেষ্টা হতে পারে ব্যালট বক্স বদলের। এর জন্য ইতিমধ্যেই জাল ব্যালট পেপারও ছাপানো হচ্ছে বলে শাহ দরবারে অভিযোগ করেছেন সুকান্ত। এদিকে ভোটে তপ্ত বাংলায় রাজ্যের নানা প্রান্তে ছুটছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আক্রান্তদের পাশাপাশি দেখা করছেন স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে। সূত্রের খবর, এই নিয়েও এদিন সুকান্তর সঙ্গে কথা বলেন অমিত শাহ।
আরও পড়ুন – হাইকোর্টে ‘তোলাবাজি’! আদালতের কর্মীকে গ্রেফতারের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের
সূত্রের খবর, ফোনেই পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সুকান্তর থেকে তিনি খোঁজ-খবর নেন। নির্বাচন কমিশনারের ভূমিকা, পুলিশের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে ব্যবহার করা হচ্ছে সবই জানতে চান বলে জানা যাচ্ছে। পাশাপাশি দলীয় কর্মীরা ভোটের ময়দানে কী ভাবে কাজ করছেন, প্রাক ভোট হিংসায় কতজন মারা গিয়েছেন, কতজন ঘর ছাড়া রয়েছেন এসব নিয়েও সুকান্তর সঙ্গে অমিতের কথা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। একইসঙ্গে শাসকদলের অত্যাচারের মুখে দাঁড়িয়ে বিজেপি কর্মী-সমর্থকরা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই দিচ্ছেন তারও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রীকে।