দেখে আপনি হতবাক হবেন ! মঞ্চ মাতালেন ভাইরাল ‘নকল’ হানি সিং ,সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি হতবাক হবেন। হানি সিং-এর হুবহু নকল! আপনার তাকে বার বার হানি সিং বলেই ভুল হতে পারে। বর্তমানে সলমন খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ঈদে (21 এপ্রিল)। ছবির কিছু গানও ইতিমধ্য়েই ভাইরাল। চারিদিকে রিল বানিয়ে গাইতে বা নাচতেও দেখা যাচ্ছে। সেই সিনেমারই একটি গান বিখ্যাত গায়ক এবং র্যাপার ইয়ো ইয়ো হানি সিং তার বিশেষ স্টাইলে গেয়েছেন।
এছাড়াও সেই গানে কণ্ঠও দিয়েছেন সলমন। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Video Viral) হচ্ছে, যা দেখে আপনি হতবাক হবেন। হানি সিং-এর হুবহু নকল! আপনার তাকে বার বার হানি সিং বলেই ভুল হতে পারে। কিন্তু আদতেই তিনি আসল হানি সিং (Honey Singh) নন। বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন অনেক কিছুই ভাইরাল হয়, যা দেখে হাসি থামানো দায় হয়ে যায়। আবার এমনও কিছু ভিডিয়ো থাকে যা দেখে চোখ কপালে ওঠে। সোশ্য়াল মিডিয়ার মাধ্য়মেই বহু মানুষের প্রতিভা উঠে আসে সবার সামনে। আর সেই থেকেই জনপ্রিয় হয় বহু মানুষই। সেই রকমেরই একটি ভিডিয়ো এটি। যা না দেখলে বুঝতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হানি সিং-এর মতো দেখতে একজন লোক স্টেজের উপর গান গাইছেন। আর সব কিছু হুবহু হানি সিং-এর মতোই। হেয়ার স্টাইল, লুক, এমনকি গান গাওয়ার ভঙ্গি সব কিছুই। আপনার প্রথমে তাকে হানি সিং বলে ভুল হতেই পারে। অধিকাংশ নেটিজ়েনেরই এই ভুলটি হয়েছে। কিন্তু কিছুক্ষণ ভালভাবে দেখার পরে আসল ব্যপারটি বুঝতে পারবেন। আপনার তাকে বার বার হানি সিং বলেই ভুল হতে পারে। কিন্তু আদতেই তিনি আসল হানি সিং (Honey Singh) নন।
আরও পড়ুন – ট্রাফিক জ্যামে আটকে এক ব্যক্তি যা করলেন তা দেখে হেসে ফেললেন পুলিশ