মুরগি কাটতে গিয়ে চমকে উঠলেন হুগলির মাংস বিক্রেতা

মুরগি কাটতে গিয়ে চমকে উঠলেন হুগলির মাংস বিক্রেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চন্দ্রবিন্দুর সেই গানটা মনে পড়ে? যে খানে দুপায়ের মুরগি (Chicken) কী কী করতে পারে বলা ছিল। তাতে লেখা ছিল— ‘একটি মুরগির দুটি পদ, ভেঙে দেব সংসদ/ একটি মুরগি হাইকমান্ড, মশা মারতে চায় কামান!’
কিন্তু একটা মুরগির যদি চারটে পা হয়? গল্প হলেও সত্যি! হুগলিতে ( Hooghly ) এই আপাত অবিশ্বাস্য জিনিসই দেখা গেল সোমবার সকাল সকাল। মাংস কাটতে গিয়ে বিক্রেতা হঠাত্‍ই আবিষ্কার করলেন, তাঁর হাতে ধরা মুরগিটির দুটি নয়, চারটি পা। হুগলির চুঁচুড়ায় মাংস বিক্রি করেন স্বপন সরকার।

আর ও  পড়ুন    বিস্ফোরক বাবুল সুপ্রিয়, বিজেপির বিরুদ্ধে কী বললেন তিনি ?

এদিন সকালে হঠাত্‍ তাঁর চোখে পড়ে আর পাঁচটা মুরগির মধ্যেই রয়েছে সেই ব্রয়লার মুরগি, যার চার-চারটি পা। তবে পিছনের দুই অতিরিক্ত পা জোড়া। সেগুলো মাটিতে পড়ছে না। সামনের দিকের স্বাভাবিক দুটো পা-ই কার্যকরী। মুরগি অবশ্য দিব্বি হেঁটেচলে বেরাচ্ছে। মুরগি কিনতে এসে সেই চারপেয়ে মুরগি দেখতেই বাজারে ভিড় করেন কৌতূহলী জনতা। কীভাবে সম্ভব হল এমনটা? প্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বিরল হলেও অলীক কিছু নয়। জোড়া অঙ্গপ্রত্যঙ্গের মানবশিশু যেমন জন্মায় তেমনই পশুপাখিদের শরীরেও নানান জিনগত ত্রুটি থাকতে পারে। চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য হাসপাতালের চিকিত্‍সক জয়জিত্‍ মিত্র বলেন,

 

যেহেতু ব্রয়লার মুরগি মাংসের জন্যই বিশেষভাবে বড় করা হয়, তাদের জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। এদিন সকালে মুরগি কাটতে গিয়েই স্বপন বাবু দেখেন একটা মুরগির চারটে পা। সেই দেখেই আর কাটেননি। মুখে মুখে খবর ছড়িয়ে পড়তেই সেই মাংসের দোকানে আসেন আরও বহু ক্রেতা। তবে কেউই সেই মুরগিটি কেনেননি। অন্য মুরগি কিনে চারপেয়ে মুরগি দেখে ফিরে গেলেন তাঁরা। সেই মুরগিটিকে এখন প্রায় আগলে রেখেছেন স্বপন বাবু।

উল্লেখ্যঃ ‘একটি মুরগির দুটি পদ, ভেঙে দেব সংসদ/ একটি মুরগি হাইকমান্ড, মশা মারতে চায় কামান!’
কিন্তু একটা মুরগির যদি চারটে পা হয়? গল্প হলেও সত্যি! হুগলিতে ( Hooghly ) এই আপাত অবিশ্বাস্য জিনিসই দেখা গেল সোমবার সকাল সকাল। মাংস কাটতে গিয়ে বিক্রেতা হঠাত্‍ই আবিষ্কার করলেন, তাঁর হাতে ধরা মুরগিটির দুটি নয়, চারটি পা। হুগলির চুঁচুড়ায় মাংস বিক্রি করেন স্বপন সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top