নিজস্ব সংবাদদাতা ৪নভেম্বর ২০২০ দক্ষিণ ২৪পরগণা: চম্পাহাটি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো দোকান। ওই দোকান লাগোয়া বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়।
বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। বাজারে পরপর কয়েকটি দোকানে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে বারাইপুর থানার পুলিশের পাশাপাশি দমকলের কর্মীরা ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই প্রায় চারটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি দোকান থাকায় সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা। এই মরশুমে সব থেকে বেশি বিক্রি হয় বাজি। লাভের আশায় একের পর এক চম্পাহাটিতে বাজির দোকান দেয় ব্যবসায়ীরা। সেই দোকানের মধ্যে রং মশাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাজি মজুত করা হয়। একটি দোকানে আগুন লাগার পর আশেপাশের বেশ কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পরে।
আরও পড়ুন…মুম্বই পুলিশের হাতে গ্রেফতার অর্ণব গোস্বামী
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে প্রশাসনের আধিকারিকরা।