যুবকের কুড়ুলের কোপে খুন গৃহবধূ। প্রতিবেশী যুবকের কুড়ুলের কোপে খুন হল গৃহবধূ। বৃহস্পতিবার রাতে মালদা জেলার চাঁচল থানার ভগবানপুর গ্রামের ঘটনা।অভিযুক্ত যুবক শীতল প্রামাণিককে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। শুধু তাই নয়,পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ওই মহিলার নাম বেগুনি দাস(৪৮)।
বাড়ি ভগবানপুর গ্রামে। বেগুনির দুই ছেলে ও স্বামী রয়েছে।ছেলেরা মুম্বাইয়ে শ্রমিকের কাজ করে।বাড়িতে স্বামী নিমাই দাসকে নিয়ে থাকতো বেগুনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় দশ বছর আগে শীতল প্রামাণিকের সঙ্গে স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটে।তারপরে থেকে ওই যুবক গ্রামে কোদাল ও কুড়ুল নিয়ে ঘোরাফেরা করতো বলে অভিযোগ।
গ্রামে বধূদের সঙ্গে তার বাকবিতণ্ডা লেগেই থাকত।যুবক গ্রামের বধূদের প্রশ্ন করতেন,”আমার জিনিস ফিরিয়ে দাও”।তবে যুবক আসলে কি চাইছে,বধূরা তা বুঝতে পারতো না।বৃহস্পতিবার রাত্রে প্রতিবেশী বেগুনি দাসের কাছে তার জিনিস ফিরিয়ে দেওয়ার কথা বলেন ওই যুবক।সে সময় তার হাতে ছিল ধারালো কুড়ুল।সেই কুড়ুল নিয়ে বেগুনি র দিকে তেড়ে আসে যুবক।যুবকের কুড়লের আঘাতে খুন হতে হয় ওই গৃহবধূকে।
আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই
ঘটনার পরেই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে।চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। স্থানীয় এক বধূ দীপ্তি প্রামাণিক জানান,বেগুনি গোয়ালঘরে গরু ঢুকিয়ে বাড়ির দরজায় দাড়িয়ে ছিল।সে সময় শীতল কুড়ুল নিয়ে তেড়ে আসে।ভয়ে গ্রামের লোকেদের ডাকতে যায়।কিন্তু এসে দেখি রক্তাক্ত দেহ পরে রয়েছে।