প্রায়ণকালে কত অর্থ রেখে গেলেন পেলে? বিংশ শতাব্দীর সর্বাধিক খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে একজন পেলে। নিজের কেরিয়ারের শীর্ষে বিশ্বের সর্বাধিক অর্থ উপার্জনকারী ক্রীড়াবীদ ছিলেন পেলে। খেলা ছাড়াও পরেও অর্থ উপার্জন তাঁর থামেনি। বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করে অবসরের পরেও দশকের পর দশক বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন পেলে। উল্লেখ্য অধিকাংশ ক্ষেত্রেই পেলে বিখ্যাত জার্মান কোম্পানি পুমার এন্ডোর্সমেন্ট করতেন। সরকারী ভাবে যে হিসেব সামনে এসেছে তাতে পেলে মৃত্যুর সময়ে ১০০ মিলিয়ন ডলার রেখে গিয়েছেন, ভারতীয় মুদ্রায় যেই অর্থের পরিমান ৮,২৮,৩৫,৬০০০০ টাকা।
খেলা ছাড়ার এতো দিন পরেও এমন বহু পেলের রেকর্ড রয়েছে যা ভাঙা সম্ভব হয়নি। ১৫ বছর বয়সে কোচকে নিজের দক্ষতার মধ্যে দিয়ে প্রভাবিত করে স্যান্টোসের দলে সুযোগ পান পেলে। ১৯৫৬ সালে চুক্তিপত্রে সই করেন পেলে এবং পেশাদার ফুটবলে প্রথম ম্যাচে নেমেই গোল করেন। নিউ ইয়র্ক কসমসে দুই মরসুম খেলার ছাড়া কেরিয়ারের প্রায় পুরোটাই স্যান্টোসে কাটান পেলে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ইউরোপের হাইপ্রোফাইল ক্লাবগুলি অসংখ্যবার তাঁকে খেলার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি পেলে।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
উল্লেখ্য, বিংশ শতাব্দীর সর্বাধিক খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে একজন পেলে। নিজের কেরিয়ারের শীর্ষে বিশ্বের সর্বাধিক অর্থ উপার্জনকারী ক্রীড়াবীদ ছিলেন পেলে। খেলা ছাড়াও পরেও অর্থ উপার্জন তাঁর থামেনি। বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করে অবসরের পরেও দশকের পর দশক বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন পেলে। উল্লেখ্য অধিকাংশ ক্ষেত্রেই পেলে বিখ্যাত জার্মান কোম্পানি পুমার এন্ডোর্সমেন্ট করতেন।
সরকারী ভাবে যে হিসেব সামনে এসেছে তাতে পেলে মৃত্যুর সময়ে ১০০ মিলিয়ন ডলার রেখে গিয়েছেন, ভারতীয় মুদ্রায় যেই অর্থের পরিমান ৮,২৮,৩৫,৬০০০০ টাকা। খেলা ছাড়ার এতো দিন পরেও এমন বহু পেলের রেকর্ড রয়েছে যা ভাঙা সম্ভব হয়নি। ১৫ বছর বয়সে কোচকে নিজের দক্ষতার মধ্যে দিয়ে প্রভাবিত করে স্যান্টোসের দলে সুযোগ পান পেলে।
১৯৫৬ সালে চুক্তিপত্রে সই করেন পেলে এবং পেশাদার ফুটবলে প্রথম ম্যাচে নেমেই গোল করেন। নিউ ইয়র্ক কসমসে দুই মরসুম খেলার ছাড়া কেরিয়ারের প্রায় পুরোটাই স্যান্টোসে কাটান পেলে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ইউরোপের হাইপ্রোফাইল ক্লাবগুলি অসংখ্যবার তাঁকে খেলার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি পেলে।