গত দুমাস ধরে এসএসকেএমে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। বাইপাসের পরও ফের বুকে ব্যথার কারণে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল তাঁকে। আগস্ট থেকে টানা ভর্তি রয়েছেন তিনি। তবে এখন কেমন আছেন কালীঘাটের কাকু? তা দেখতেই বুধবার হাসপাতালে পৌঁছালেন ইডি অফিসারদের একটি টিম। সূত্রের খবর, চিকিৎসকদের কাছ থেকে তাঁরা সুজয়কৃষ্ণ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গত দু’মাস ধরে হাসপাতালে কালীঘাটের কাকুর ঠিক কী কী চিকিৎসা হয়েছে বা হচ্ছে সেবিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেনে তাঁরা।
আরও পড়ুনঃ গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কারা পেলেন সেরার তকমা?
সূত্র মারফত আরও জানা গেছে, গ্রেফতারের পর থেকে অধিকাংশ সময়ই হাসপাতালে থেকেছেন সুজয়কৃষ্ণ। যে কারণে তদন্ত প্রক্রিয়া বারে বারে ধাক্কা খাচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইডির কর্তারা মনে করছেন, সজুয়কৃষ্ণকে জেরা করে নিয়োগ দুর্নীতি কাণ্ডের আরও অনেক তথ্য মিলতে পারে। সূত্রের খবর, দিনের পর দিন সুজয়কৃষ্ণের হাসপাতালে ভর্তি থাকা নিয়ে এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন তদন্তকারীরা। সেকারণেই এদিনের ঝটিতি অভিযান।
নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর পর থেকে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ। গত অগস্টে বাইপাস সার্জারি হয় কালীঘাটের কাকুর। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন কালীঘাটের কাকু।
নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর পর থেকে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ। গত অগস্টে বাইপাস সার্জারি হয় কালীঘাটের কাকুর। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন কালীঘাটের কাকু।