
হাওড়ায় (Howrah) চিনা মাঞ্জা বিক্রি আটকাতে পরপর ২ দিন বিশেষ অভিযান চলল হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায়। এখনও পর্যন্ত ২ হাজার রিম চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করা গেছে পুলিশ জানিয়েছে। বিভিন্ন থানা এলাকা থেকে ৮ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার পরপর ২ দিন হাওড়া (Howrah) কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালায় পুলিশ। মোট ৮ জনকে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২ হাজার রিম নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতো। মঙ্গলবার হাওড়া কমিশনারেট এলাকার জগাছায় চিনা মাঞ্জা বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বুধবার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরও অনেককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া (Howrah) সিটি পুলিশের ডিসি (উত্তর) অনুপম সিং জানান, সাম্প্রতিক সময়ে সাঁতরাগাছি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, বোটানিক্যাল গার্ডেন সহ হাওড়ার বিভিন্ন জায়গায় চিনা মাঞ্জা সুতোয় একাধিক ব্যক্তি জখম হয়েছেন। এই মাঞ্জা বিক্রি নিষেধ থাকলেও তা রমরমিয়ে বাজারে বিক্রি চলছিল।
আর ও পড়ুন ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আসনে উপনির্বাচন কবে?
অপেক্ষাকৃত কম দাম হওয়ায় সুতোর মাঞ্জার অপেক্ষা চিনা মাঞ্জার ব্যবসা ভাল। বারে বারে পথচলতি মানুষের বিশেষ করে বাইক আরোহীদের এই মাঞ্জার কারণে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। নিষিদ্ধ চিনা মাঞ্জায় দুর্ঘটনার কারণে অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। নিষিদ্ধ চিনা মাঞ্জা কোথায় বিক্রি হচ্ছে তা জানতে শুরু করে তদন্ত মঙ্গলবারের মতো বুধবারেও দিনভর হাওড়া কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় চলে ব্যাপক তল্লাশি।
বিশেষ সূত্রে পুলিশ খবর পায় নিষিদ্ধ চিনা মাঞ্জা সাঁকরাইল, ডোমজুড়, সাঁতরাগাছি, লিলুয়া, নিশ্চিন্দা, গোলাবাড়ি মালিপাঁচঘড়া থানা এলাকার সহ বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বিক্রি হচ্ছে এই মাঞ্জা। খবর পাওয়া মাত্রই ওই সকল এলাকায় হানা দেয় পুলিশ। সেই অভিযানে বিভিন্ন জায়গা থেকে বেআইনিভাবে চিনা মাঞ্জা বিক্রির অভিযোগে নোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮/ ৩৩৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধরনের অভিযানের পাশাপাশি নিষিদ্ধ চিনা মাঞ্জার বিরুদ্ধে মানুষকে সচেতন করা হচ্ছে। চিনা মাঞ্জার বিরুদ্ধে এরকম অভিযান আরও চলবে।