নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দুই জওয়ানের যাবজ্জীবন, ট্রেনে সামরিক বাহিনীর কামরায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ৩ জওয়ান। ট্রেনে সামরিক বাহিনীর কামরায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হল অভিযুক্ত ৩ জওয়ান। সোমবার তাঁদের সাজা ঘোষণা হল হাওড়া জেলা পকসো (Pocso) আদালতে।সোমবার তাঁদের সাজা ঘোষণা হল হাওড়া (Howrah) জেলা পকসো আদালতে। দোষীদের মধ্যে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আর এক দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
২০১৫ সালের ২৭ ডিসেম্বর হাওড়া থেকে লুধিয়ানা যাওয়ার জন্য অমৃতসর এক্সপ্রেসে ওঠে এক নাবালিকা। ওই ট্রেনে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত কামরায় ভুল করে উঠে পড়ে সে। এর পর জোর করে মাদক খাইয়ে তাকে চলন্ত স্টেশনে ৬ বার ধর্ষণ করে ৩ জওয়ান। মধুপুর জিআরপি অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে দেওঘর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর মধুপুর এবং হাওড়া জিআরপিতে অভিযোগ দায়ের হয়। টিআই প্যারেডে অভিযুক্তদের শনাক্ত করে ওই নাবালিকা। সোমবার সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে সাজা শোনান বিচারক।
আরও পড়ুন- ইডেনে দাদা-রণবীর কাপুরের সাক্ষাৎ। লর্ডসের ব্যালকনিতে দাদার জার্সি ওড়ানো আমার কাছে সেরা…
হাওড়া আদালতের সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় (Somnath Bandapadhay) জানিয়েছেন, দোষী ২ বিএসএফ (BSF) জওয়ান বলরাম যাদব (Balaram Yadav),পঙ্কজ কুমার (Pankaj Kumar ) এবং সেনাবাহিনীর জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠী (Manjarish Tripathi)। হাওড়া জেলা পকসো আদালতের বিশেষ বিচারক দোষী পঙ্কজ এবং বালকরামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। তাঁদের ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আর এক জওয়ান মঞ্জরীশকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
(সব খবর, ঠিক খয়বর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )