প্রচণ্ড গরমে জলের সমস্যা ! হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হল কন্ট্রোল রুম

প্রচণ্ড গরমে জলের সমস্যা ! হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হল কন্ট্রোল রুম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রচণ্ড গরমে জলের সমস্যা ! হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হল কন্ট্রোল রুম , গ্রীষ্মের প্রচণ্ড দাবাদহে পানীয় জলের সমস্যা মেটাতে হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হল কন্ট্রোল রুম। কোন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলে স্থানীয় বাসিন্দারা পুরসভাকে ফোন করে সাহায্য চাইতে পারেন। সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে পাইপলাইনের দ্রুত মেরামতি সারানোর পাশাপাশি পানীয় জলের গাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। হাওড়া জেলার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, পুরসভার পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোলরুমের নম্বর হল ০৩৩ ২৬৩৮৩২১২ / ১৩। এই কন্ট্রোলরুমে ফোন করে শহরের যে কোনও বাসিন্দা এলাকার জলের সমস্যার কথা সরাসরি পুরসভাকে জানাতে পারবেন।

 

আরও পড়ুন –  হত্যার দুই সপ্তাহ আগেই চিঠি লিখেছিলেন আতিক,‘খুন হলে সুপ্রিম কোর্টকে দিও’, কী…

 

 

পুরসভার পক্ষ থেকে ওই ওয়ার্ডে ইঞ্জিনিয়ার পাঠানো হবে। যদি পাইপলাইনের সমস্যা থাকে তাহলে দ্রুত সারিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি পুরসভার ১২০০ লিটারের ৩৩ টি গাড়ি এবং ২০০০ লিটারের ৬ টি গাড়ি আছে। এই জল সরবরাহ গাড়িগুলি থেকে ওই এলাকায় জল পাঠানো হবে। তিনি আরও বলেন , বর্তমানে হাওড়া ময়দান ও সালকিয়া-সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সারাদিন পানীয় জলের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকছে। যাতে পথচলতি লোকেরা জল পান। এছাড়াও তিনি জানিয়েছেন, এখন থেকে স্প্রিংকলারের সাহায্যে শহরে রাস্তাঘাটে জল ছড়ানো হবে। যাতে রাস্তায় ধুলো না ওড়ে এবং গরম থেকে খানিকটা হলেও রেহাই পান শহরবাসী। পুরসভার পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোলরুমের নম্বর হল ০৩৩ ২৬৩৮৩২১২ / ১৩।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top