সুশান্ত সিং রাজপুত না অন্য কেউ ‘ধরতে পারবেন না ! হৃতিকের সেটের ছবি দেখে হুলুস্থূল নেটপাড়ায়, হৃতিক রোশনের বডি ডাবল-এর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মিল খুঁজে পেল নেটপাড়া , পরনে কালো শার্ট। খোলা বোতামের ফাঁক থেকে উঁকি দিচ্ছে পুরুষালি ছাতি। চোছে-মুখে সেই এক অভিব্যক্তি। মুখের গড়নও অচেনা নয়! হৃতিক রোশনের ছবির সেটের ভাইরাল ফটো নিয়ে একেবারে হুলুস্থূল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ‘এ তো হুবহু সুশান্ত সিং রাজপুত..’, বলছে নেটপাড়া।
প্রসঙ্গত, হৃতিকের বডি ডাবল হিসেবে এক ফাইটিং সিকোয়েন্সে অভিনয়ের পরই সম্ভবত এই ছবি তোলা। উল্লেখ্য, ‘কেদারনাথ’ ছবিতে সুশান্তের চরিত্রের নামও ছিল মনসুর। সেই প্রসঙ্গও টেনে এনেছেন নেটিজেনরা।
আদতেই তাই। সুশান্ত না অন্য কেউ? একঝলকে ধরতে পারবেন না। ২০২০ সালের জুন মাসেই চিরঘুমের দেশেই চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তবে প্রয়াত অভিনেতার এই আকস্মিক প্রয়াণ কেউ ভুলতে পারেননি। রহস্যজনক মৃত্যু নিয়ে শোরগোলও নেহাত কম হয়নি। তবে কালের নিয়মে থিতু হয়েছে সেসব। এবার হৃতিক রোশনের ‘বিক্রম বেধা’র সেটে এক সদস্যের ছবি দেখে অনুরাগীদের কাছে মৃত সুশান্ত যেন আবার ফিরে এসেছে। কে এই ব্যক্তি?
আরও পড়ুন – বোলপুর ছাড়লেন অমর্ত্য সেন কোথায় যাচ্ছেন এবং যাওয়ার আগে কী বলে গেলেন…
ইনি আসলে হৃতিকের বডি ডাবল। স্টান্টম্যান মনসুর আলি খান। হৃতিকের তুখড় সব অ্যাকশন সিকোয়েন্সে ইনিই অভিনয় করেন। সেই তালিকায় ‘যোধা আকবর’, ‘ওয়ার’, ‘ধুম’ -এর মতো সিনেমগুলিও রয়েছে। আর তাঁর সঙ্গেই কিনা সুশান্তকে গুলিয়ে ফেলল নেটপাড়া। ১০ জানুয়ারি হৃতিক রোশনের জন্মদিনে ‘বিক্রম বেধা’র সেটের এক ছবি শেয়ার করে সুপারস্টারকে শুভেচ্ছা জানান মনসুর। আর সেই ছবি এখন ভাইরাল হতেই তুমুল উত্তেজনা।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )