সুন্দরবনের বিশাল আকার বিরল প্রজাতির ডলফিন উদ্ধার

সুন্দরবনের বিশাল আকার বিরল প্রজাতির ডলফিন উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ ডিসেম্বর ২০২০ উত্তর২৪পরগণা:  আজ বোয়ালিয়া নদী থেকে একটি  ডলফিন উদ্ধার করা হয়েছে ।বসিরহাট মহকুমা সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজারে সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে বিরল প্রজাতির ডলফিন উদ্ধার।

লম্বায় ১০, ফুট চওড়া ৩ ফুট মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই বিশাল আকারের ডলফিনটি । নদীতে জোয়ারের সময় ডলফিনটি আসে কিন্তু ভাটার সময় নদীর জল অল্প কমে যাওয়ায় ডলফিনটি মৎস্যজীবীদের জালে আটকে যায়। স্থানীয় মানুষজন শম্ভুনাথ মণ্ডল (ভোলা) – এর নেতৃত্বে ডলফিনটিকে নদী থেকে ধরে এনে কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দিয়েছে। ডলফিনটির ওজন আনুমানিক এক কুইন্টাল হবে। ইতিমধ্যে বিষয়টি বনদপ্তর খবর দেওয়া হয়েছে যেহেতু সুন্দরবন অঞ্চল তাই বঙ্গোপসাগর থেকে পথ ভুলকরে নদীতে ঢুকেছে খাবারের সন্ধানে প্রাথমিক অনুমান মৎস্যজীবীদের ।

আরও পড়ুন…করোনা পজেটিভ জেপি নাড্ডা, টুইট মমতার

ডলফিন কে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সবরকম ব্যবস্থা করেছে গ্রামবাসীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top