চাইলে কোটি টাকা আয় করতাম’, CBI দফতরে হাজিরা নিয়ে মন্তব্য কেজরীবালের

চাইলে কোটি টাকা আয় করতাম’, CBI দফতরে হাজিরা নিয়ে মন্তব্য কেজরীবালের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাইলে কোটি টাকা আয় করতাম’, CBI দফতরে হাজিরা নিয়ে মন্তব্য কেজরীবালের ,কেজরীকে সিবিআই তলব করতেই সরগরম দিল্লির রাজ্য-রাজনীতি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই (ED-CBI)। সম্প্রতি ইডির তরফে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই স্পষ্ট দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি মামলার অন্য়তম অভিযুক্ত মদ ব্যবসায়ী সমীর মাহেন্দ্রুর সঙ্গে কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এই মামলাতেই বর্তমানে কারাবন্দি রয়েছেন কেজরীর ডেপুটি মণীশ সিসোদিয়া। এবার কেজরীকে তলব করায় তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। উত্তপ্ত রাজধানীর রাজ্য-রাজনীতি।

 

 

 

 

 

রবিবার সকাল থেকে থেকেই রাজধানীর নানা প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপের কর্মী-সমর্থকরা। কাশ্মীরি গেটে বিক্ষোভ দেখানোর সময় আটক করা হয় অনেকজনকে।সিবিআইয়ের নোটিস পেতেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কেজরীবাল। স্পষ্ট বলেছেন, “বিজেপি যদি সিবিআইকে আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেয়, তাহলে তাঁরা নিশ্চয় সেই নির্দেশ মানবেন।”

 

 

আরও পড়ুন –  শুরু আতিক-আশরাফের দেহের ময়নাতদন্ত, আতিক, আশরাফের জন্য কবর খোঁড়া শুরু হল গ্রামের…

 

“বিজেপি বলছে আমি দুর্নীতিবাজ। আমি আয়কর বিভাগে কমিশনার ছিলাম, আমি চাইলে কোটি টাকা আয় করতে পারতাম। অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই।” বললেন কেজরী। রবিবার সকাল ১১টা নাগাদ সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীবালের।

 

 

 

আরও পড়ুন –   তাপপ্রবাহে সোমবার থেকে রাজ্যে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর 

 

 

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top