নিজস্ব সংবাদদাতা ২ নভেম্বর ২০২০ শিলিগুড়ি: নেপালের আমা দাবলাম শৃঙ্গ জয় করতে যাচ্ছেন চার বাঙালী। কলকাতা হয়ে আজ শিলিগুড়ি এসে পৌছোনোর পর পরিবেশপ্রেমী সংস্থা ন্যাভের তরফে তাদের সংবর্ধিত করা হয়। তারা হলেন কিরন পাত্র, মলয় মুখার্জি, দেবাশীষ বিশ্বাস ও সত্যরূপ সিদ্ধান্ত।
এদের মধ্যে তিনজনই এভারেস্ট জয়ী। তাদর মধ্যে সত্যরূপ সাতটা মহাদেশের সাতটা শৃঙ্গ জয় করেছেন। তিনি কোভিড কেয়ার নেটওয়ার্কের রাজ্য সম্পাদক। এদিন তারা কাঠমান্ডুর উদ্দেশ্য রওনা দেন। তবে এই প্রথম কোনো বাঙালী নেপালের এই উচ্চতম শৃঙ্গ আমা দাবলাম জয় করার উদ্যোগ গ্রহন করল। এই আমা দাবলামের প্রধান শৃঙ্গ ৬ হাজার ৮১২ মিটার।
আরও পড়ুন…করোনা আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
তারা আশাবাদী অন্যান্য শৃঙ্গের মতো নেপালের এই শৃঙ্গটিও তারা জয় করতে পারবেন। সেখানে তারা ন্যাাভের পতাকা নিয়ে যাচ্ছেন। শৃঙ্গ জয় করে সেই পতাকা নিয়ে ছবি তুলবেন বলে তাদের বক্তব্য।