জেলে ইমরান খান, তাঁকে বাদ দিয়েই তৈরি হল পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের ভিডিয়ো। পাকিস্তানের (Pakistan) ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় সাফল্য এসেছিল ইমরান খানের (Imran Khan) হাত ধরে। ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান (Pakistan) । সেই দলের অধিনায়ক ছিলেন অবসর ভেঙে ফিরে আসা ইমরান (Imran Khan) । কিন্তু তাঁকে বাদ দিয়েই তৈরি হল পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের ভিডিয়ো। পাক ক্রিকেট (Pakistan Cricket) বোর্ড ১৪ অগস্ট সেই দেশের স্বাধীনতা দিবসে যে স্মৃতিচারণের ভিডিয়ো পোস্ট করেছে, তাতে নেই প্রাক্তন অধিনায়ক ইমরান (Imran Khan)।
ভিডিয়োটিতে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) দলের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। সেখানে কোনও ট্রফি জয়ের উল্লেখ থাকলে অধিনায়কের নাম লেখা হয়েছে। কিন্তু ১৯৯২ সালের বিশ্বকাপের সাফল্য যখন দেখানো হয়েছে, তখন ইমরানের (Imran KHan) নাম উল্লেখ করা হয়নি। সেখানে ইনজামাম উল হকের ম্যাচ জেতানো ইনিংসের কথা বলা হয়েছে।
আরও পড়ুন – জাতীয় পতাকার সঙ্গে সেলফি, ৯ কোটির বেশি সেলফিতে সেজে উঠছে ডিজিটাল তিরঙ্গা,
এখনও পর্যন্ত পাকিস্তান (Pakistan) এক বারই ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। ইমরানের (Imran Khan)নেতৃত্বেই সেই জয় পেয়েছিলেন ওয়াসিম আক্রমেরা। দলের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন ইমরান। তাঁর নেতৃত্বে পাকিস্তান দল এক অবিশ্বাস্য লড়াই করেছিল। কিন্তু তিনিই বাদ স্মৃতিচারণের ভিডিয়োতে। ইমরানের বাদ পড়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন ইমরান। দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু তোষাখানা মামলায় তিন বছরের জেলের সাজা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের (Imran Khan) । আগামী পাঁচ বছর রাজনীতি থেকেও নির্বাসিত তিনি। এমন অবস্থায় তাঁকে সচেতন ভাবেই বোর্ডের ভিডিয়ো থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
( সব খবর, থি খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)