সাতসকালে ফুল কিনতে গিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ফের ব্যারাকপুর শিল্পাঞ্চলে চললো গুলি। এবার ঘটনাস্থল নোয়াপাড়া থানার অন্তর্গত ২১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা। আহত ব্যক্তির নাম রবীন দাস ওরফে ডন। তিনি ইছাপুরের মায়াপল্লীর বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা কী কারণে গুলি চালালো তা খতিয়ে দেখেছে পুলিশ।
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পৌঁছান ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, ‘এখানে ফুল কিনছিল। ফুল কেনার পরে একজন গুলি করে। স্থানীয়রা জানাচ্ছে, ২ জনকে এখান থেকে পালাতে দেখা যায়। কিছু সিসিটিভি আমার পেয়েছি। সন্দেহভাজনদের ছবি আমার ইতিমধ্যেই পেয়েছি। আমাদের তল্লাশি অভিযান চলছে। আশাকরি খুব তাড়াতাড়িই আমার কিনারা করতে পারব।’ অলোক রাজোরিয়া আরও বলেন, ‘৩ থেকে ৪ রাউন্ড গুলি চলে থাকতে পারে। এই নিয়ে মতভেদ রয়েছে। এখনও পর্যন্ত একটা কার্তুজ পাওয়া গিয়েছে।’
আহতকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ব্যারাকপুরের সিপি। তাঁর হাতে ও পিঠে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। আহত ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে কিছু বলতে চায়নি পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। প্রসঙ্গত, ব্যারাকপুর শিল্পাঞ্চলে এর আগেও বিভিন্ন সময় গুলি চলার খবর সামনে এসেছে। কিছুদিন আগে ব্যারকপুরের একটি সোনার দোকানে লুঠপাট করতে গিয়ে গুলি চালায় একদল ডাকাত। সেই ঘটনায় দোকান মালিকের ছেলের মৃত্যু হয়।
আরও পড়ুন – ৫ অগাস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, অশান্তি ঠেকাতে বড় সিদ্ধান্ত হরিয়ানায়
জানা গিয়েছে, রবিন দাস নমে ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। আজ সকালে রেলগেটের সামনে ফুল কিনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরপর ৩-৪ রউন্ড গুলি চালান হয় বলে জানা গিয়েছে। এরপরএই পালিয়ে যায় দুষ্কৃতীর। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।