নিজস্ব সংবাদদাতা ৭ নভেম্বর ২০২০ কোলকাতা :রাজ্যে দুদিনের সফরে এসে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বিজেপির-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
সেই প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, “দুশোর গল্প করে বাংলার মাটি পাওয়া যাবে না “৷ এখানে মাটি পেতে হলে বাংলার সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপধ্যায় লড়াই করেছেন ঠিক সেভাবে লড়াই করতে হবে ৷পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার বিরুদ্ধে অপপ্রচার চলছে ৷ ইতিহাস বিকৃত করে কথা বলার চেষ্টা করছে বিজেপি ৷ বাংলার লাঞ্ছনা, উপেক্ষার প্রতিবাদে মাথা তুলে দাঁড়িয়ে বাংলাকে এক রাখার লড়াই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে প্রতি ক্ষেত্রে আমাদের পাওনা টাকা, আমফান, কোভিড, জিএসটি থেকে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে ৷
আরও পড়ুন…সল্টলেকে বোমাবাজির ঘটনায় গ্রেফতার দুই বিজেপিকর্মী
আজ তৃণমূলে যোগদান করেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আবদুর রহিম গাজি ৷ তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ৷ এছাড়াও তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সহ সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী সহ আরও কয়েকজন ৷