নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ অক্টোবর, ২০২০ঃ একদিকে ডেঙ্গু, করোনা, ম্যলেরিয়া আর এক দিকে ভয়াবহ বিজেপি। আজকে জাগো বাংলা উৎসব সংখ্যার প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দুর্গা পুজো নিয়ে কি কি গাইডলাইন দিয়েছেন শুনবো।
কোভিডের কথা মাথায় রেখে ভিড় এড়িয়ে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমেও দূরত্ববিধি মেনে চলার কথা বলা হচ্ছে। তাই সেকথা মাথায় রেখে ধুমধাম করে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলেরই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলিকে পুজোয় নিজেদেরই উদ্বোধন করার কথা বলেছেন তিনি। তবে বিকল্প রাস্তাও বাতলে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানান, যদি কোনও পুজো কমিটি চান তবে নবান্ন থেকে ভারচুয়ালি উদ্বোধন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে পুজো কমিটির সদস্যরা নবান্নে এসে জড়ো হবেন। আর তারপরেই হবে উদ্বোধন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে ভিড় বাড়ানো হবে না।
আরও পড়ুন…ডোনাল্ড ট্রাম্পের টুইট শেয়ারের অপশন বন্ধ করলো টুইটার
তাই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর উত্তর কলকাতার প্রতিমা, তার পরেরদিন অর্থাৎ ১৬ অক্টোবর বেহালা ও যাদবপুরের পুজো এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার প্রতিমার ভারচুয়ালি উদ্বোধন হবে। তবে চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে স্বশরীরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।