ভারী বৃষ্টি, বজ্রঝড়! আবহাওয়ার বড় সতর্কতা ঘোষণা IMD-র, ফের ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা আবহাওয়ায়। কী হতে চলেছে আগামী কয়েদিন কলকাতা-সহ গোটা দেশের আবহাওয়া? মৌসম ভবনের পূর্বাভাস বলছে গুজরাত এবং রাজস্থানের কিছু এলাকায় যেমন প্রচণ্ড গরমের দাবদাহ জীবন দুর্বিষহ করে তুলবে তেমনই আগামী ২ দিনের মধ্যেই বৃষ্টির স্বস্তি নেমে আসতে চলেছে রাজ্যে রাজ্যে। ভারতের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ সতর্কতা (আইএমডি) অনুসারে, আগামী ২ দিনের মধ্যে পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি এই রাজ্যগুলিতে প্রবল বাতাস বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে গরম থেকে এই রেহাই হবে খুব অল্প সময়ের জন্য। কারণ আবহাওয়া দফতর মার্চের দ্বিতীয় পাক্ষিকে রাজস্থান ও গুজরাতের অনেক জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে ইতিমধ্যেই।
ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবের কারণে, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান-মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ৪ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।উত্তরাখণ্ড এবং পঞ্জাবে ৪ মার্চ পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে, এলাকায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) সূত্রে বলা হয়েছে, ৩ এবং ৪ মার্চ উত্তর প্রদেশে শক্তিশালী (অন্তত ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে) হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ৪ থেকে ৬ মার্চ, উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ এবং গুজরাত ভিজতে চলেছে এই বৃষ্টিতে। আইএমডি অনুসারে, পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ এবং ৫ মার্চ। যদিও পূর্ব মধ্যপ্রদেশে ৫ এবং ৬ মার্চ বিদর্ভে বৃষ্টি হতে পারে। ৪ ও ৫ মার্চ কোমোরিন এলাকায় ঝোড়ো আবহাওয়া পরিলক্ষিত হবে। ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার থেকে প্রতি ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত দমকা হাওয়া চলতে পারে এই এলাকাগুলিতে।
এই ঋতু পরিবর্তন শুধুমাত্র কিছু সময়ের জন্য সীমাবদ্ধ থাকবে। তাই বৃষ্টি ও ঝড়ের কারণে এই রাজ্যগুলিতে গরম থেকে বিশেষ কোনও স্বস্তি পাওয়ার আশা নেই। দক্ষিণ রাজস্থান এবং গুজরাতের বেশিরভাগ অংশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি উপরে থাকবে। মার্চের প্রথম সপ্তাহে এই রাজ্যগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন – অস্কারের মঞ্চে ভারতের একমাত্র প্রতিনিধি দীপিকা, পাল্টা মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর।
কী হতে চলেছে বঙ্গের আবহাওয়া? এক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল আসবে। গতকাল বিধান নগরীতে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে, কোথাও কোথাও ৩৫ ডিগ্রি বেশি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।তবে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা।